ইংলিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে সাক্ষাৎকারে সেরার প্রশ্নে নিজেকে লিওনেল মেসির চেয়ে এগিয়ে রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মরগান প্রশ্ন করেছিলেন, ‘মানুষ বলে মেসি আপনার চেয়ে ভালো, আপনি কি ভাবেন?’ রোনালদো বলেছেন, ‘মেসি আমার চেয়ে ভালো? আমি এর সাথে একমত নই। আমি বিনয়ী হতে চাই না।’
ব্রাজিলের সাবেক ফুটবলার ফিলিপে লুইস এক পডকাস্টে বলেছেন, মেসির ধারে কাছেও নেই রোনালদো।
লুইস বলেছেন, ‘আমি মেসির বিপক্ষে খেলেছি। এটা সঠিক তিনি সবার উপরে। তার কাছাকাছিও কেউ নেই। তিনি এমন একজন ফুটবলার যার খেলা দেখা মুগ্ধতার ব্যাপার।’
‘আমি বার্সেলোনার সব ম্যাচ দেখেছি। দলের কোচ, খেলোয়াড় যারাই মেসির প্রতিপক্ষ সবাই তাকে থামাতে চেয়েছে। পেলে ও ম্যারাডোনাকে খেলতে দেখিনি, তবে মেসির মতো কাউকে দেখিনি। তার খেলার ধরনে তিনি সবাইকে মুগ্ধ করেছেন। বিশাল সমর্থকও আমি তার।’
এমআর