পাকিস্তানের বৈদেশিক ঋণ পরিশোধের ক্ষেত্রে বিশাল সম্ভাবনার দুয়ার খুলে গেল। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুর জেলার তারবেলায় বিশাল পরিমাণ স্বর্ণের মজুদ আবিষ্কৃত হয়েছে। এই নতুন আবিষ্কার দেশটির ভঙ্গুর অর্থনীতিতে এক নতুন আশা জাগিয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) পাকিস্তানের গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে।
করাচি প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এয়ার করাচির চেয়ারম্যান এবং ফেডারেশন অব পাকিস্তান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি হানিফ গোহর এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। তিনি জানান, আবিষ্কৃত এই স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৬৩৬ বিলিয়ন ডলার।
গোহর দাবি করেন, স্বর্ণের এই বিশাল মজুদ পাকিস্তানের বর্তমান বৈদেশিক ঋণ সম্পূর্ণ পরিশোধ করার জন্য যথেষ্ট।
হানিফ গোহর আরও জানান, তারবেলায় স্বর্ণ মজুদের বিষয়টি ইতোমধ্যে স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল (এসআইএফসি) এবং স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) নজরে আনা হয়েছে।
স্বর্ণ উত্তোলনের প্রক্রিয়া শুরুর জন্য আন্তর্জাতিক সহযোগিতার দিকে নজর দিচ্ছে পাকিস্তান। গোহর জানান, অস্ট্রেলিয়া ও কানাডার খনন কোম্পানির সঙ্গে যোগাযোগ চলছে। প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন মিললেই দ্রুত স্বর্ণ উত্তোলনের কাজ শুরু করা হবে। এই আবিষ্কারকে পাকিস্তানের অর্থনৈতিক ভবিষ্যৎ পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এমআর