পাঁচ দল নিয়ে চলতি বছরের ডিসেম্বরে মাঠে গড়াতে পারে বিপিএলের ১২তম আসর। চলতি মাসের ১৭ নভেম্বর হবে প্লেয়ার্স ড্রাফট। এরপর আগামী ১৯ ডিসেম্বর শুরু হয়ে ফাইনাল মাঠে গড়াতে পারে ১৬ জানুয়ারি। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এমন সম্ভাব্য সূচির কথা জানিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।
গতকাল (বুধবার) গুলশানের নাভানা টাওয়ারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা চূড়ান্ত করে বিসিবি। বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস মালিকানা পেয়েছে রংপুর রাইডার্সের। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।
মালিকানা বদলে গেলেও কোনো ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন করা যাবে না। নতুন ফ্র্যাঞ্চাইজির নাম কী হবে সেটা এখনো জানায়নি তারা। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু নিশ্চিত করেছেন দলগুলোর সঙ্গে আলোচনা করে আগামী কয়েক দিনের মধ্যেই এসব চূড়ান্ত করা হবে।
যদিও বিশ্বস্ত সূত্রের মাধ্যমে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির সম্ভাব্য নাম জানতে জানা গিয়েছে। রংপুর রাইডার্স আগামী আসরেও একই নামে খেলবে। গত মৌসুমে খেলা ঢাকা ক্যাপিটালসও থাকছে একই নামে। তবে বদলে যাচ্ছে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের নাম। জানা গেছে সিলেট ইউনাইটেড, রাজশাহী স্টারস নামে ফ্র্যাঞ্চাইজিগুলো খেলবে। চট্টগ্রামের নাম হতে পারে চিটাগং বুলস।
এমকে/এসএন