দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। জকসু নির্বাচনের তফসিল ও চূড়ান্ত আচরণবিধি আজ বুধবার (৫ নভেম্বর) ঘোষণা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ঘোষণার মধ্য দিয়েই জানা যাবে বহু প্রতীক্ষিত নির্বাচনের তারিখ।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।
অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, বুধবার (৫ নভেম্বর) জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তখনই নির্বাচনের তারিখ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। একইসঙ্গে আমরা নির্বাচনের চূড়ান্ত আচরণবিধিও প্রকাশ করব।
তিনি আরও জানান, কমিশন বর্তমানে তফসিল এবং আচরণবিধি নিয়ে কাজ করছে। বুধবারের আনুষ্ঠানিক ব্রিফিং-এ এর বিস্তারিত সবকিছু জানানো হবে। বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত দাবি-দাওয়ার বিষয়ে কমিশনের অবস্থান জানতে চাইলে অধ্যাপক মোস্তফা হাসান বলেন, তারা দাবিগুলো শুনেছেন, তবে এ বিষয়ে অতিরিক্ত কোনো মন্তব্য করা সমীচীন মনে করছেন না।
এর আগে গত ৩০ অক্টোবর রাতে জকসু নির্বাচনের খসড়া আচরণবিধি প্রকাশ করা হয়েছিল। এই খসড়ার সবচেয়ে আলোচিত দিক ছিল— প্রার্থী হওয়ার ক্ষেত্রে ডোপটেস্ট বাধ্যতামূলক করার শর্ত।
গত রোববার (২ নভেম্বর) নির্বাচন কমিশন খসড়া আচরণবিধি ও নির্বাচনের তারিখের বিষয়ে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে তাদের মতামত গ্রহণ করে।
গত ২৯ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসানকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যের জকসু নির্বাচন কমিশন গঠন করে।
সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন: আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম। পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।
এমআর