যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইভিল ইন্টারন্যাশনাল বিমানবন্দরের কাছে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) গণমাধ্যমের কাছে অঙ্গরাজ্যের গভর্নর তথ্যটি নিশ্চিত করেছেন। দুর্ঘটনাস্থলে বর্তমানে উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছে ব্রিটিশ মিডিয়া বিবিসি।
দুর্ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে জানায়, ঘটনাটির প্রেক্ষিতে তাদের এয়ারফিল্ড সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
লুইভিল মেট্রো পুলিশ ডিপার্টমেন্টের বরাতে প্রতিবেদনে জানানো হয়, ঘটনাস্থলে হতাহতের খবর পাওয়া গেলেও এখনো নির্দিষ্ট করে সংখ্যা জানানো সম্ভব হয়নি।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) নিশ্চিত করেছে, ইউপিএস-২৯৭৬ ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে লুইভিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।
ফ্লাইট ট্র্যাকিং সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, কার্গো বিমানটি হাওয়াইয়ের হনুলুলুর উদ্দেশ্যে যাত্রা করেছিল। এফএএ জানায়, বিধ্বস্ত বিমানটি ছিল ম্যাকডোনেল ডগলাস এমডি-১১ মডেলের। এটি লুইভিলের মুহাম্মদ আলী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করে হনুলুলুর ড্যানিয়েল কে ইনুয়ে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের কথা ছিল।
সূত্র: বিবিসি
এমকে/এসএন