জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামীলীগের উপর নির্বাচন চাপিয়ে দিলে তাদের উপর জুলুম হবে।
বুধবার (৫ই নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা বলেন।
জামায়াতের আমীর বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই। আওয়ামী লীগ নিজেই নির্বাচন চায় না, তাদেরকে নির্বাচনে যুক্ত করার প্রশ্নই আসে না।
তিনি আরও বলেন, "আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়নি। আপনারা কি তাদের উপর জোর করে নির্বাচন চাপিয়ে দিবেন। তারা যদি নির্বাচন চাইত তাহলে তিনটা নির্বাচন করার তারা সুযোগ পেয়েছে, হাতছাড়া করলেন কেন। তারা যে নির্বাচনে বিশ্বাস করে, তা প্রমাণ করতে পারেনি। যে জিনিস তারা পছন্দ করেন না, সে জিনিস যদি তাদের উপহার দেন তাহলে তা জুলুম হবে।"
ইএ/এসএন