নিউইয়র্ক সিটির ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন জোহরান মামদানি। ১৮৯২ সালের পর শহরের সর্বকনিষ্ঠ, প্রথম মুসলিম এবং আফ্রিকান বংশোদ্ভূত প্রথম মেয়র হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। মামদানির বিজয় মঞ্চে বাজলো বলিউডের জনপ্রিয় গান।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, জয়লাভের পর উদযাপনের মুহূর্তে বলিউডের জনপ্রিয় গান ‘ধুম মচালে’ বাজছিল ভেন্যুতে।
জয়ের পর মামদানি ব্রুকলিনে তার বিজয় সমাবেশে সমর্থকদের উদ্দেশে বলেন, ‘বন্ধুরা, আমরা আজ একটি রাজনৈতিক রাজবংশকে পরাজিত করেছি। আমি অ্যান্ড্রু কুয়োমোর ব্যক্তিগত জীবনের জন্য শুভকামনা জানাই। তবে আজ রাত হোক সেই শেষ রাত, যখন আমি তার নাম উচ্চারণ করছি, কারণ আমরা এখন এমন এক রাজনীতির অধ্যায় শুরু করছি যা অল্প কয়েকজনের নয়, সবার জন্য।’
তার এই ভাষণ শেষ হতেই ব্যাকগ্রাউন্ডে বাজতে শুরু করে বলিউডের জনপ্রিয় গান ‘ধুম মচালে’। গানটি শোনা মাত্রই উৎসবে উপস্থিত দর্শক-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
মামদানি মঞ্চে ছিলেন তার স্ত্রী রামা দুওয়াজি ও মা প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের সঙ্গে। সেই মুহূর্তে পুরো পরিবেশ মাতোয়ারা হয়ে ওঠে বলিউডের তালে।
মামদানির সঙ্গে বলিউডের সম্পর্ক অবশ্য নতুন নয়। এর আগে তিনি তার নির্বাচনী প্রোমো ভিডিও বানিয়েছিলেন, যেখানে তিনি পরিষ্কার হিন্দিতে কথা বলছিলেন। ব্যাকগ্রাউন্ডে জুড়ে দেওয়া হয়েছিল ওম শান্তি ওম সিনেমার গান। এবার তার বিজয় ভাষণ শেষে মঞ্চেই বেজে উঠল বিখ্যাত বলিউডি গান।
টিজে/এসএন