দুই বছরের নীরবতা কাটিয়ে আবারও আলোচনায় বলিউড ও দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ে। একের পর এক ব্যর্থ ছবির পরও এবার যেন নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি—আর তা শুরু হচ্ছে ঠিক সেখান থেকেই, দক্ষিণ ভারত থেকে।
‘আলা বৈকুণ্ঠপুরমুলু’–এর পর টানা বক্স অফিসে ব্যর্থতা দেখেছেন পূজা। দেবা ও রেট্রোর মতো ছবিও প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে সম্প্রতি কুলি সিনেমার আইটেম সং–এ তার ঝলমলে উপস্থিতি ফের আলোচনায় ফিরিয়ে এনেছে অভিনেত্রীকে।
এখন তিনি একাধিক বড় প্রজেক্টে চুক্তিবদ্ধ। থালাপতি বিজয়ের জনানায়কান এবং দুলকার সালমানের পরবর্তী সিনেমায় দেখা যাবে তাকে। পাশাপাশি তিনি অভিনয় করছেন জনপ্রিয় হরর–কমেডি ফ্র্যাঞ্চাইজির নতুন পর্ব কাঞ্চনা ৪–এ।
সবচেয়ে বড় আলোচনা ঘুরছে ধনুশের সঙ্গে তার নতুন জুটি নিয়ে। আমরান খ্যাত পরিচালক রাজকুমার পেরিয়াসামি পরিচালনা করছেন সিনেমাটি। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই বলছেন, এই ছবিই হতে পারে পূজা হেগড়ের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট—বিশেষ করে নতুন প্রজন্মের নায়িকাদের তীব্র প্রতিযোগিতার মধ্যে।
বলিউডের পাশাপাশি তামিল ও তেলুগু ইন্ডাস্ট্রিতে নতুন করে জায়গা তৈরি করার লড়াইয়ে নেমেছেন পূজা। তার হাতে এখন একাধিক বড় বাজেটের প্রজেক্ট, আর বক্স অফিসে যদি মাত্র দুটি ছবিও হিট হয়, তবে তিনি আবার ফিরে আসতে পারেন দক্ষিণের শীর্ষ নায়িকাদের কাতারে।
এসএন