অভিনেতা দেব সামাজিক ও পারিবারিক মূল্যবোধ নিয়ে মন্তব্য করেছেন।
তিনি বলেন, “বাবা মায়ের হাতে যারা মার খায়নি, তারা মানুষ হতে পারেনি।
কিন্তু আজকের বাবা-মারা সন্তানকে প্যাম্পার করছে। মোবাইল দিচ্ছে।
আমাদের সময় হলে, ঠাস করে চড় মারত।”
এই বক্তব্যে দেব পারিবারিক শৃঙ্খলা, দায়িত্বশীল অভিভাবকত্ব এবং সামাজিক নৈতিকতার গুরুত্ব তুলে ধরেছেন।
আরপি/এসএন