বিশ্বকাপ জেতা আমার জন্য কোনো ‘স্বপ্ন’ নয় : রোনালদো

কাতার বিশ্বকাপটা ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য ছিল বিস্মরণযোগ্য। তৎকালীন কোচ ফার্নান্দো সান্তোস তাকে বাদ দিয়েছিলেন প্রথম একাদশে। কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নেয় পর্তুগাল। বদলি হিসেবে নেমেও দলের হার ঠেকাতে না পেরে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন পর্তুগালের ইতিহাসের সেরা এই ফুটবলার। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি সামনে থেকে নেতৃত্ব দিয়ে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর এনে দেন বিশ্বকাপ শিরোপা। আর অনেকের কাছে সেই বিশ্বকাপই “মেসি বনাম রোনালদো” বিতর্কের সমাপ্তি টেনে দিয়েছে।

কাতার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর রোনালদো ইনস্টাগ্রামে একটা দীর্ঘ পোস্ট দেন, যেখানে তিনি লিখেছিলেন-বিশ্বকাপ জেতাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ও উচ্চাকাঙ্ক্ষী স্বপ্ন।

তার ভাষায়, 'পর্তুগালের হয়ে বিশ্বকাপ জেতা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ও উচ্চাকাঙ্ক্ষী স্বপ্ন। সৌভাগ্যক্রমে, আমি অনেক আন্তর্জাতিক শিরোপা জিতেছি, পর্তুগালের হয়েও জিতেছি, কিন্তু বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে আমাদের দেশের নাম তোলা - সেটাই ছিল আমার সবচেয়ে বড় স্বপ্ন।'

কিন্তু আরেকটা বিশ্বকাপ যখন কড়া নাড়ছে দুয়ারে, রোনালদো যেন এক ভিন্ন মানুষ। সম্প্রতি পিয়ার্স মর্গানের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো উল্টো কথা বলেছেন। এবার তিনি জানান, বিশ্বকাপ জেতা তার কাছে কোনো স্বপ্নই নয়।

ব্রিটিশ সাংবাদিক ও ব্রডকাস্টার মরগানকে দেয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, 'আমি বলব, বিশ্বকাপ জেতা আমার জন্য কোনো ‘স্বপ্ন’ নয়।’

রোনালদো আরও প্রশ্ন তোলেন, একটা মাত্র টুর্নামেন্ট দিয়ে কি একজন ফুটবলারের উত্তরাধিকার বা শ্রেষ্ঠত্ব নির্ধারণ করা যায়? তিনি সেই ধারণাকে সম্পূর্ণ অস্বীকার করেন।

তার ভাষায়, ‘কী সংজ্ঞা দিতে? এটা কি প্রমাণ করার জন্য যে আমি ইতিহাসের সেরাদের একজন? একটা প্রতিযোগিতা জিতে-ছয়টা, সাতটা ম্যাচ খেলে -আপনি কি মনে করেন এটা ন্যায্য?’

পিয়ার্স মরগানকে দেয়া রোনালদোর সাক্ষাৎকারের প্রথম পর্ব গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) প্রকাশিত হয়েছে। এর আগে গত সোমবার (৩ নভেম্বর) রাতে সাক্ষাৎকারের ছোট্ট একটা ঝলক প্রকাশিত হয়। সেখানে এই পর্তুগিজকে 'সর্বকালের সেরা' নিয়ে প্রশ্ন করা হয়েছিল। রোনালদো জানান, আর্চ রাইভাল মেসিকে তিনি নিজের চেয়ে সেরা মনে করেন না।

রোনালদো বলেন, ‘মেসি আমার চেয়ে ভালো? আমি সেই মতের সঙ্গে একমত নই। আমি বিনয়ী হতে চাই না।’

পর্তুগালের এই কিংবদন্তি এখন পর্যন্ত পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়েছেন, কিন্তু ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে তার সাফল্যের অধ্যায় এখনো অসম্পূর্ণ। ক্লাব ফুটবলে অগণিত রেকর্ড ও ট্রফি জয়ের পরও তিনি বিশ্বকাপ মঞ্চে সেই একই আধিপত্য দেখাতে পারেননি। পর্তুগালও এখনো অপেক্ষায় তাদের প্রথম বিশ্বকাপ শিরোপার জন্য।

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
জনপ্রিয় র‌্যাপার উইজ খলিফার ৯ মাসের কারাদণ্ড Dec 22, 2025
img
‘ভোটের গাড়ি’র প্রচারণা শুরু হচ্ছে আজ Dec 22, 2025
img
বিশ্ব প্রতিযোগিতায় কেবল ডিগ্রি নয়, প্রয়োজন সক্ষমতা: আসিফ নজরুল Dec 22, 2025
img
ভবিষ্যতে শিক্ষার ওপর ভ্যাট বসাবে না বিএনপি: মাহদি আমিন Dec 22, 2025
img
চেহারার গড়ন নিয়ে স্মৃতি মন্ধানাকে কটুক্তি, সলমানের সঙ্গে তুলনা Dec 22, 2025
img
কোটি মানুষের সংবর্ধনায় তারেক রহমানকে বরণ করা হবে : ইশরাক হোসেন Dec 22, 2025
img
ফয়সালের দেশের বাইরে চলে যাওয়ার তথ্যের বিষয়ে পুলিশের মন্তব্য Dec 22, 2025
img
সিলেট-৫ আসনে প্রার্থী চূড়ান্ত: ৮ দলীয় জোটের প্রার্থী আনোয়ার হোসেন Dec 22, 2025
img
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ Dec 22, 2025
img
জকসু নির্বাচন সামনে রেখে উচ্চপর্যায়ের সভা ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় Dec 22, 2025
img
দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জোনায়েদ সাকির Dec 22, 2025
img
ফয়সাল ও সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার লেনদেন Dec 22, 2025
img
যে কোনো মূল্যে ফেয়ার নির্বাচন করতে হবে : রুমি Dec 22, 2025
img
বাঙালি সংস্কৃতিবিরোধীরা ছায়ানটের হামলা চালিয়েছে: ছায়ানট Dec 22, 2025
img
সাতক্ষীরার ৪টি আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ Dec 22, 2025
img
অহংকার নয়, নম্রতাই আসল সৌন্দর্য: ক্যাটরিনা কাইফ Dec 22, 2025
img
সাকিবের ম্যাচসেরার দিনে জয় পেল এমআই এমিরেটস Dec 22, 2025
img
কূটনৈতিক সাংবাদিকতা পররাষ্ট্রনীতিকে শক্তিশালী করছে : পররাষ্ট্রসচিব Dec 22, 2025
img
বাবাকে দেখেই আমি কাজ আর সংসার ব্যালেন্স করা শিখেছি: কোয়েল মল্লিক Dec 21, 2025
img
বাজেভাবে হারলেও অধিনায়কত্ব ছাড়ছেন না স্টোকস Dec 21, 2025