ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং তার প্রেমিকা মডেল মাহিকা শর্মা সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ভাইরাল হয়েছেন। নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনার পর থেকে এই জুটি নিয়ে আলোচনা থামছেই না। খবর বলিউড লাইফের।
সম্প্রতি হার্দিকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মাহিকা তার গাড়ি ধোয়ার সময় হার্দিককে গালে চুমু দিচ্ছেন। এক পর্যায়ে তিনি হার্দিককে সাহায্য করতে গিয়ে মজার ছলে জল ছিটিয়ে ঠাট্টাও করেন। এই ফ্লার্টি এবং মিষ্টি মুহূর্ত দর্শকদের মন জয় করেছে। ভিডিওর কমেন্ট সেকশন এখন ভরে গেছে ইমোজি দিয়ে, যেখানে ভক্তরা তাদের প্রশংসা থামাতে পারছেন না।
হার্দিকের পোস্টে আরও কিছু ছবি ও ক্লিপ রয়েছে। বিশেষ করে একটি ছবিতে দেখা যায়, সমুদ্রের মধ্যে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছেন দু’জন। ছবির ওপর লেখা “১১:১১” দেখে অনেকে মনে করছেন, এটি হয়তো হার্দিকের ফোনের ওয়ালপেপার।
হার্দিক প্রথমবার সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন নিজের জন্মদিনে, যখন তিনি মাহিকার সঙ্গে রোমান্টিক ছবি শেয়ার করেছিলেন। জনসমক্ষে প্রথমবার এই জুটি একসঙ্গে ধরা পড়েছিল মুম্বাই বিমানবন্দরে, যেখানে তারা উভয়ই কালো পোশাকে চমক দেন।
উল্লেখযোগ্য, হার্দিকের আগের স্ত্রী ছিলেন নাতাশা স্তানকোভিচ, যার সঙ্গে ২০২৪ সালের জুলাইতে বিবাহবিচ্ছেদ হয়। এরপর গায়িকা জেসমিন ওয়ালিয়া সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও তা কখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি। বর্তমানে হার্দিকের নতুন প্রেমিকা মাহিকা শর্মার সঙ্গে রয়েছে, যা এখন শহরজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু।
ইএ/এসএন