শাই হোপের ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেল ওয়েস্ট ইন্ডিজ। পরে বল হাতে সেটাকেই যথেষ্ঠ প্রমাণ করলেন জেইডন সিলস, রোস্টন চেইসরা। নিউজল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল ক্যারিবীয়রা।
অকল্যান্ডে আজ বুধবার স্বাগতিকদের ৭ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৬৪ রানের লক্ষ্যে ৯ উইকেটে ১৫৭ রানে আটকে যায় নিউজিল্যান্ড। এই জয়ে ৫ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল উইন্ডিজ। ব্যাট হাতে ২৭ বলে ২৮ রান করার পর বোলিংয়ে ২৬ রানে ৩ উইকেট নিয়ে তাদের জয়ের নায়ক রোস্টন চেইস।
২০ বলে অবিচ্ছিন্ন ৫০ রানের রেকর্ড জুটিতেও জয়ের নাগাল পায়নি নিউজিল্যান্ড। ২৮ বলে ৫৫ রানে অপরাজিত থেকে পরাজয়ের ব্যবধানই কেবল কমাতে পেরেছেন অধিনায়ক মিচেল স্যান্টনার। জুটিতে জ্যাকব ডাফির অবদান স্রেফ ১ বলে ১*।
টি-টোয়ন্টিতে দশম উইকেটে এটিই কিউইদের সর্বোচ্চ জুটি। আগেরটি ছিল টিম সাউদি ও সেথ রেনসের ৩৬ রানের। মিডল অর্ডারে সবচেয়ে বড় আঘাত হানেন সিলস। এই পেসার দলীয় ১৩তম ওভারে আউট করেন ড্যারিল মিচেল (৯ বলে ১৩) ও মিচেল ব্রেসওয়েলকে (৩ বলে ১)। আগের ওভারে রাচিন রাভিন্দ্রকে (১৯ বলে ২১) ফেরান আকিল হোসেন। এতেই মাজা ভেঙে যায় ব্ল্যাক ক্যাপস বাহিনীর।
রান তাড়ার শুরুটা অবশ্য মন্দ ছিল না তাদের। ওপেনিং জুটি ছিল ৩০ রানের। চতুর্থ ওভারের প্রথম বলে ডেভন কনওয়েকে বোল্ড করে জুটি ভাঙেন ম্যাথিউ ফোর্ড। পাওয়ার প্লেতে স্বাগতিকদের রান ছিল ১ উইকেটে ৪৮।
এই রানে দাঁড়িয়েই ফেরেন আরেক ওপেনার টিম রবিনসন (২১ বলে ২৭)। বোলার ছিলেন রোমারিও শেফার্ড। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। চেইস ছাড়াও ৩ উইকেট নেন সিলস, ৩২ রানে।
এসএস/টিএ