ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও, টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে এমন বিপর্যয়ের পর স্বাভাবিকভাবেই টাইগার ক্রিকেটাররা র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে থাকার কথা নয়। টি-টোয়েন্টি সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন ওপেনার তানজিদ তামিম। সেই সুবাদে তিনি টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ (২০ ধাপ উন্নতি) দিয়েছেন।
আজ (বুধবার) আইসিসির সাপ্তাহিক হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে সর্বোচ্চ উন্নতি হয়েছে তানজিদ তামিমের। ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ৩ ম্যাচে ৫৫ গড়ে ১৬৫ রান করা এই ওপেনার এগিয়েছেন ২০ ধাপ। যা তাকে ক্যারিয়ারসেরা ১৭তম স্থানে (৬৩৬ রেটিং) উন্নীত করেছে। টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় বর্তমানে এটাই কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ অবস্থান।
এই ফরম্যাটে বাংলাদেশের আর কোনো ব্যাটারের উন্নতি হয়নি। সর্বশেষ সিরিজে ব্যাট হাতে ব্যর্থতার দরুন পিছিয়েছেন সাইফ হাসান (৯ ধাপ পিছিয়ে ২৯), তাওহীদ হৃদয় (৩ ধাপ পিছিয়ে ৪৬), পারভেজ হোসেন ইমন (৪ ধাপ পিছিয়ে ৫৮) এবং জাকের আলি (২ ধাপ পিছিয়ে ৬৪)। টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন শেখ মেহেদী (৬ ধাপ উন্নতির পর ১৮) ও তানজিম হাসান সাকিব (৩ ধাপ এগিয়ে ৩৪)। তবে পিছিয়েছেন মুস্তাফিজুর রহমান (১ ধাপ অবনতির পর ১২, বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ), রিশাদ হোসেন (২ ধাপ পিছিয়ে ২৬), নাসুম আহমেদ (১ ধাপ পিছিয়ে ৩০), তাসকিন আহমেদ (৫ ধাপ পিছিয়ে ৪০), শরিফুল ইসলাম (৫ ধাপ পিছিয়ে ৫০) ও হাসান মাহমুদ (৭ ধাপ পিছিয়ে ৭৬)।
এদিকে, ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তাওহীদ হৃদয় ৩ ধাপ (৩২তম) এবং নাজমুল হোসেন শান্ত ১ ধাপ (৪১তম) এগিয়েছেন। তবে পিছিয়েছেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি ও লিটন দাস। সৌম্য-মিরাজ ৩ ধাপ এবং জাকের-লিটন ১ ধাপ করে পিছিয়েছেন। ওয়ানডে বোলারদের তালিকায় মিরাজ ১ ধাপ পিছিয়ে ১৮, তাসকিন ২ ধাপ পিছিয়ে ৪২ ও মুস্তাফিজ ১ ধাপ পিছিয়ে ৬১ নম্বরে আছেন। ১ ধাপ উন্নতি হয়েছে তানজিম সাকিবের (৭৬তম)।
টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। এ ছাড়া পরের দুই অবস্থানে যথাক্রমে ফিল সল্ট ও তিলক ভার্মা। টি-টোয়েন্টি বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় রহস্য স্পিনার ভরুণ চক্রবর্তী। এরপর যথাক্রমে আকিল হোসেন ও রশিদ খান আছেন। ওয়ানডে ব্যাটিংয়ের শীর্ষে যথারীতি আছেন রোহিত শর্মা, ইবরাহিম জাদরান ও ড্যারিল মিচেল (২ ধাপ উন্নতি)। আর বোলারদের শীর্ষে অবস্থান রশিদ খান, কেশভ মহারাজ ও জোফরা আর্চার (২ ধাপ উন্নতি)।
আইকে/টিএ