লামিনে ইয়ামাল রিয়ালে মাদ্রিদে খেলার অযোগ্য: ইভান জামোরানো

লিওনেল মেসির পর আর কোনো তরুণই হয়ত এমন আলোড়ন তুলতে পারেনি। মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনার মতো লাবের প্রাণভ্রমরা হয়ে উঠেছেন লামিনে ইয়ামাল। মেসির বিদায়ের পর ধুকতে থাকা কাতালান জায়ান্ট ক্লাব নতুন করে প্রাণ ফিরে পেয়েছে ইয়ামালের পায়ের জাদুতে। গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সে বার্সেলোনাকে ঘরোয়া ট্রেবল জিতিয়ে ব্যালন ডি'অর জয়ের দ্বারপ্রান্তে পৌছে গিয়েছিলেন তিনি। সেই ইয়ামালের সমালোচনা করে এবার বিতর্কের মুখে পড়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার ইভান জামোরানো।

বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামালের সমালোচনা করে ইভান জামোরানো দাবি করেছেন, এই স্প্যানিশের মধ্যে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়ের 'চেতনা' নেই। রিয়াল মাদ্রিদ ও চিলির এই কিংবদন্তি এই স্ট্রাইকার ইয়ামালকে লস ব্লাঙ্কোসের জন্য 'অযোগ্য' বলে উড়িয়ে দিয়েছেন, তবে বার্সার মিডফিল্ডার পেদ্রিকে প্রশংসায় ভরিয়ে দিতে কার্পণ্য করেনি। পেদ্রিকে তিনি 'ফেনোমেনন' বলে অবিহিত করেছেন। একই সঙ্গে সাম্প্রতিককালে মাঠের বাইরের নানান বিতর্কের মাঝে ইয়ামালকে আরও ভালোভাবে দিকনির্দেশনা দিতে বার্সেলোনাকে আহ্বান জানিয়েছেন তিনি।



১৮ বছর বয়সী ইয়ামালের সমালোচনা করে জামোরানো বলেন, 'তার (ইয়ামাল) মাঝে সেই সত্তা বা চেতনা নেই, যা রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড়ের থাকা উচিত।' চিলির এই সাবেক ফরোয়ার্ড ইয়ামালকে 'প্রতিভাবান কিন্তু অপরিণত' খেলোয়াড় হিসেবে অবিহিত করেছেন,  যার মধ্যে সান্তিয়াগো বার্নাব্যুতে খেলার উপযুক্ত পরিপক্বতা ও মানসিক দৃঢ়তা এখনো দেখা যায়নি। এই মন্তব্যগুলো এসেছে এমন এক সময়ে, যখন ইয়ামালের আচরণ ও পেশাদারিত্ব নিয়ে মাঠের ভেতর-বাইরে নানা সমালোচনা চলছে।

স্প্যানিশ টিভি অনুষ্ঠানে এল চিরিঙ্গুইতো'র উপস্থাপক জোসেপ পেদ্রেরোলের সঙ্গে আলাপচারিতায় জামোরানো স্পষ্টভাবে জানান, ইয়ামালের তুলনায় পেদ্রি বিনয়ী, মার্জিত ও মানসম্পন্ন, যাকে বলা যায় 'রিয়াল মাদ্রিদ ধাঁচের' আদর্শ খেলোয়াড়।

জামোরানোর ভাষায়, 'আমি লামিন ইয়ামালকে রিয়াল মাদ্রিদের জন্য সই করাতাম না। সে তারকা, কিন্তু তার মধ্যে সেই চেতনা ও সত্তা নেই, যা একজন রিয়াল মাদ্রিদ খেলোয়াড়ের থাকা উচিত। আমি পেদ্রিকে সই করাতাম সে তারকা, সে এক ফেনোমেনন… অথচ একটিও অপ্রয়োজনীয় কথা বলে না। সে বিনয়ী, বাস্তববাদী, এবং শুধুই প্রয়োজন হলে কথা বলে। পেদ্রির মধ্যে আছে সেই ‘চেতনা’, সেই ‘সত্তা’, যা রিয়াল মাদ্রিদের প্রতীক।'
 

ইয়ামালের অপরিপক্ব মানসিকতার সমালোচনা করলেও তার সতীর্থ পেদ্রির প্রতি মুগ্ধতা গোপন করেননি জামোরানো। ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত লস ব্লাঙ্কোদের হয়ে খেলা জামোরানো আরও বলেন, 'রিয়াল মাদ্রিদ এমন এক দল, যার আছে নিজস্ব শ্রেণি ও সংস্কৃতি। এই দলের হয়ে যারা খেলে, তাদের সেই গুণাবলি প্রতিফলিত করতে হয়। আমি কখনো মেসিকে বলতে শুনিনি যে রিয়াল মাদ্রিদ চুরি করে  অথচ সে ছিল বিশ্বের সেরা।'

এই মন্তব্যটি  ইয়ামালের সাম্প্রতিক এল ক্লাসিকোর আগে করা টুইচ লাইভস্ট্রিমের দিকে ইঙ্গিত করে, যেখানে তিনি মজা করে বলেছিলেন, 'হ্যাঁ, অবশ্যই, তারা চুরি করে, তারা অভিযোগ করে।' এই মন্তব্যে মাদ্রিদের একাধিক খেলোয়াড় ক্ষুব্ধ হন এবং এর ফলে ইয়ামালের পরিপক্বতা নিয়ে সমালোচনা আরও তীব্র হয়। তবে সমালোচনার পাশাপাশি জামোরানো বার্সেলোনাকে পরামর্শও দিয়েছেন, 'তাদের ইয়ামালকে সঠিক পথে পরিচালনা করতে হবে। তাহলেই সে একদিন মহান খেলোয়াড় হতে পারবে। যারা উত্তরাধিকার রেখে যায়, তারা অন্য রকম মানসিকতার মানুষ।'

মাঠের ভেতরে-বাইরেও ইয়ামালের লড়াই এখন স্পষ্ট। গ্রোইন ইনজুরির সঙ্গে টানা লড়তে হচ্ছে তাকে, পাশাপাশি গায়িকা নিকি নিকোলের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে মিডিয়ার অতিরিক্ত নজরেও পড়েছেন।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
যুক্তরাষ্ট্রে মেয়র নির্বাচনে হেরে গেলেন জে ডি ভ্যান্সের সৎভাই কোরি বওম্যান Nov 05, 2025
img
দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে এনসিপির রাজনীতি করার আহ্বান হাসনাত আবদুল্লাহর Nov 05, 2025
img
নেপাল ও ভারতের বিপক্ষে ২৭ সদস্যের দল ঘোষণা করলো বাফুফে Nov 05, 2025
img
ভিসা ছাড়াই আরও এক দেশ ভ্রমণের সুযোগ পেলো বাংলাদেশিরা Nov 05, 2025
img
জুলাই যোদ্ধারা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে মিডিয়ার গুণগত পরিবর্তন আসবে: তথ্য উপদেষ্টা Nov 05, 2025
img
১১ দিনের সরকারি সফরে সৌদি যাচ্ছেন ধর্ম উপদেষ্টা Nov 05, 2025
img
ওএসডি হলেন চাচাকে বাবা বানানো সেই ইউএনও কামাল Nov 05, 2025
img
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য: স্বরাষ্ট্র উপদেষ্টা Nov 05, 2025
img
মেয়ে প্রিয়মকে পাওয়ার গল্প বললেন পরীমণি! Nov 05, 2025
img
ফের হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত দীপিকা Nov 05, 2025
img
এনসিপি নেতা মুনতাসির মাহমুদকে এবার চূড়ান্তভাবে অব্যাহতি Nov 05, 2025
img
বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের গভীর উদ্বেগ Nov 05, 2025
img
বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ Nov 05, 2025
img
প্রথম মুসলিম দেশ হিসেবে মালদ্বীপে তামাক নিষিদ্ধ Nov 05, 2025
img
বিএনপির মনোনয়ন পেয়ে ফজলুর রহমানের প্রতিক্রিয়া Nov 05, 2025
img
ফরিদপুরে নিতাই রায় চৌধুরীর গাড়ি আটকে বিক্ষোভ Nov 05, 2025
img
তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা পৌষালী ব্যানার্জি Nov 05, 2025
img
১০ দিনের রিমান্ডে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন Nov 05, 2025
img
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মামলা Nov 05, 2025
img
ঢাবিতে ভাসমান কিছু থাকবে না, এটা মেনে নেওয়া যাবে না : জাহেদ উর রহমান Nov 05, 2025