গত জুলাইয়ে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্ট খেলার সময় পায়ের পাতায় চোট পান ঋষভ পান্ত। ফিটনেস ফিরে পেতে সময় নেননি। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দিয়ে সামনে থেকে ম্যাচ জয়ে ভূমিকা রেখেছেন। এবার কলকাতায় ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজের দলে ডাক পেলেন এই উইকেটকিপার ব্যাটার।
গত সপ্তাহে বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্সে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে ভারতের দলকে নেতৃত্ব দিয়েছেন পান্ত। ২৭৫ রানের লক্ষ্যে তাড়া করতে গিয়ে দ্বিতীয় ইনিংসে ৯০ রান করেছেন তিনি। এন জাগাদিসানের স্থলাভিষিক্ত হয়েছেন পান্ত।
অক্টোবরে ২-০ তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ী দলের প্রসিদ্ধ কৃষ্ণার জয়গা নিয়েছেন আকাশ দীপ।
ভারতের টেস্ট অধিনায়ক শুবমান গিল, জসপ্রীত বুমরাহ, নিতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর বর্তমানে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ খেলছেন। ৮ নভেম্বর পাঁচ ম্যাচের এই সিরিজের পর টেস্ট দলে যোগ দেবেন তারা।
ভারতের টেস্ট স্কোয়াড: শুবমান গিল (অধিনায়ক), ঋষভ পান্ত (সহঅধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদূত পাডিক্কাল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল, নিতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও আকাশ দীপ।
আইকে/টিএ