মুখোমুখি দেখায় বাংলাদেশকে বহুবার ভুগিয়েছেন সুনীল ছেত্রী। এবার তাকে ছাড়াই বাংলাদেশে ম্যাচ খেলতে আসছে ভারত। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে সম্ভাব্য ২৩ সদস্যের দলে তাকে রাখেননি ভারতীয় কোচ খালিদ জামিল।
অবশ্য বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ দেখায় অবসর ভেঙে খেলেছিলেন ছেত্রী। তবে এবার ৪১ বছর বয়সী স্ট্রাইকার ও সাবেক অধিনায়ককে দলে না রেখে তরুণদের ওপর আস্থা রাখছেন কোচ জামিল। সঙ্গে ফরোয়ার্ড লিস্টন কোলাসোকেও রাখেননি কোচ। আগামী ১৮ নভেম্বর বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে আতিথেয়তা নেবে ভারত।
এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচটা দুই দলের জন্য অনেকটা নিয়মরক্ষার। কেননা বাংলাদেশ-ভারত উভয় দলই এশিয়ার মূল মঞ্চে খেলার যোগ্যতা হারিয়েছে। ‘সি’ গ্রুপে দুই দলই আগের চার ম্যাচে সমান ২ পয়েন্ট সংগ্রহ করেছে। ৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকা দুই দল হংকং ও সিঙ্গাপুর মূল পর্বে যাওয়ার লড়াই করছে।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আগামীকাল থেকে বেঙ্গালুরুতে শিষ্যদের নিয়ে অনুশীলন শুরু করবেন কোচ জামিল। আগামী ১৫ নভেম্বর বাংলাদেশে আসবে ভারত দল।
ভারতের স্কোয়াড-
গোলরক্ষক : গুরপ্রীত সিং সান্ধু, হৃতিক তিওয়ারি, সাহিল।
ডিফেন্ডার : আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হামিংথানমাউইয়া রাল্টে, মুহাম্মদ উভাইস, প্রমবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিংগান।
মিডফিল্ডার : আশিক কুরুনিয়ান, ব্রিসন ফার্নান্দেস, লালরেমটলুয়াঙ্গা ফানাই, ম্যাকার্টন লুই নিকসন, মহেশ সিং নওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম।
ফরোয়ার্ড : ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাংতে, মোহাম্মদ সানান, রহিম আলী, বিক্রম প্রতাপ সিং।
এসএস/টিএ