চ্যাম্পিয়ন্স লিগে রাতে বেলজিয়ান ক্লাব ব্রুজের মাঠে আতিথ্য নেবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তবে ইনজুরির দুশ্চিন্তা থাকায় এই ম্যাচের শুরুর একাদশে নাও দেখা যেতে পারে লামিন ইয়ামালকে।
বুধবার (৫ নভেম্বর) ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ২টায়।
এলচেকে হারিয়ে ক্ল্যাসিকো হারের ক্ষত একটু হলেও কমেছে ফুটবল ক্লাব বার্সেলোনার। এবার কাতালানদের সামনে চ্যাম্পিয়ন্স লিগের পরীক্ষা। প্রতিপক্ষ ক্লাব ব্রুজ।
খেলোয়াড়, কোচিং স্টাফ আর ভক্তদের নিয়ে প্রায় ১৩শ জনের বহর পৌঁছেছে বেলজিয়ামে। তবে পরীক্ষাটা সহজ নয়। চলতি মৌসুমে বেলজিয়ান ক্লাব নিজেদের মাঠে এখনো অপরাজিত। ৭ ম্যাচে জয় ৬ টা।
ইনজুরি জর্জরিত বার্সার জন্য এমন পরিসংখ্যান নিশ্চয়ই মাথাব্যথার। লেভানদোভস্কি কেবলই ফিরেছেন চোট কাটিয়ে। ইনজুরি শঙ্কা আছে লামিন ইয়ামালেরও। ১৮ বছর বয়সী এই তারকার প্লেয়িং টাইম নিয়ে চিন্তাভাবনা চলছে বার্সা মহলে।
ম্যাচের আগে কোচ হ্যান্সি ফ্লিক গণমাধ্যমকে বলেন, ‘এটা এমন নয় যে আপনি বলতে পারবেন- হ্যাঁ, ঠিক হয়ে গেছে বা এক সপ্তাহ পরে ঠিক হবে। এটা আমাদের সবার জন্য, মেডিক্যাল স্টাফ কিংবা লামিনের নিজের জন্যেও কঠোর পরিশ্রম করতে হবে। আর আমি কি বলতে পারি? সে ভালো আছে। সে যখন খেলতে পারবে, খেলবে।’
চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে মাত্র দুইবার এই বেলজিয়ান ক্লাবের মুখোমুখি হয়েছে বার্সা। দুবারই ফলাফল পক্ষে এসেছে স্প্যানিশ জায়ান্টদের। এবারো পূর্ণ ৩ পয়েন্টে চোখ হ্যান্সি ফ্লিকের শিষ্যদের।
এদিকে, রাতের বিগ ম্যাচ এতিহাদে বরুশিয়া ডর্টমুন্ডকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি। এই লড়াইয়ে নিজেদের ঘরের ছেলে আর্লিং হলান্ডকে সামলানোটাই বড় চ্যালেঞ্জ হবে জার্মান জায়ান্টদের জন্য।
চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ফুটবলার হিসেবে টানা ৫ ম্যাচে গোল করার সুযোগ হল্যান্ডের সামনে। এই টুর্নামেন্টে ফেবারিট তার দলও। ৭ দেখায় জার্মান ক্লাবটি মাত্র একবারই হারিয়েছে সিটিজেনদের।
তবে চলতি আসরে দুই দলের অবস্থা একই রকম। ৩ ম্যাচে সমান ৭ পয়েন্ট। আর ইংলিশ ক্লাব একটু বেশিই পছন্দ ইয়েলো ব্রিগেডের। শেষ চার ম্যাচে, তিনবারই জিতেছে তার। পেপ গার্দিওলার দলের বিপক্ষেও এমন কিছুই চাইবে বরুশিয়া।
এমআর