মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডাতে ২০২৬ সালে হতে যাচ্ছে পরবর্তী বিশ্বকাপের আসর। আসর সামনে রেখে ২২ দেশের জার্সি উন্মোচন করেছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। এ সকল জার্সির মধ্যে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্বাগতিক দেশ মেক্সিকো।
নতুন জার্সি উন্মোচনের পর আলোচনায় রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসিদের আর্জেন্টিনার জার্সি। নতুন আকাশী-নীল এবং সাদা জার্সিতে উল্লম্ব স্ট্রাইপ রয়েছে, তিন রঙের গ্রেডিয়েন্ট প্রভাব রয়েছে। আলবিসেলেস্তেদের জয় করা ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২ বিশ্বকাপ জয়ের কথা স্মরণ করা হয়েছে।
প্রকাশ করা ২২ দেশের মধ্যে ছয়টি দেশ ইতিমধ্যে বিশ্বকাপের বাছাইপর্ব উৎরে গেছে। এছাড়া বিশ্বকাপে খেলার নিশ্চিত সুযোগ রয়েছে এমন দেশ যেমন জার্মানি, স্পেন এমন দেশের জার্সিও রয়েছে। এবারের বিশ্বকাপের আসর হবে ৪৮ দেশ নিয়ে।
প্রচণ্ড গরমের কথা চিন্তা করে অ্যাডিডাস সবচেয়ে হালকা ফেব্রিক দিয়ে জার্সিগুলো তৈরি করেছে।
এবি/টিকে