উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

ব্রুজের মাঠে কোনোমতে হার এড়াল বার্সেলোনা

উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া বার্সেলোনা খেই হারাল আবারও। গতিময় ফুটবলে ঘরের মাঠে চমক দেখাল ক্লাব ব্রুজ। উজ্জীবিত ফুটবলে পাঁচবারের ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে বারবার এগিয়ে গেল তারা। তবে লামিনে ইয়ামালের নৈপুণ্যে কোনোমতে হার এড়াল হান্সি ফ্লিকের দল।


চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে রোমাঞ্চকর ম্যাচটি শেষ হয়েছে ৩-৩ সমতায়।

শুরুতেই এগিয়ে যায় ব্রুজ, ফেররান তরেসের গোলে একটু পরেই সমতা ফেরায় বার্সেলোনা। সপ্তদশ মিনিটে আবার গোল হজমের পর লম্বা সময় পিছিয়ে থাকে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে ইয়ামালের চমৎকার কারিকুরিতে সমতা ফেরায় তারা। দুই মিনিট বাদে ফের পিছিয়ে পড়ার পর, প্রতিপক্ষের আত্মঘাতী গোলে হার এড়ায় বার্সেলোনা!



বার্সেলোনার একটি শট লাগে পোস্টে, দুটি ক্রসবারে। ভিএআর মনিটরে দেখে ব্রুজের একটি পেনাল্টি ও গোল বাতিল করেন রেফারি। ৭৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৩টি শট নেয় বার্সেলোনা, এর কেবল ৬টি থাকে লক্ষ্যে। অন্যদিকে ব্রুজের ১০ শটের ছয়টি ছিল লক্ষ্যে।

ঘরের মাঠে প্রথম ভালো সুযোগেই এগিয়ে যায় ব্রুজ। ষষ্ঠ মিনিটে কার্লোস ফোর্বসের ক্রসে নিকোলো ট্রেসোল্ডি খুঁজে নেন জাল। ঝাঁপ দিলেও বলের নাগাল পাননি বার্সেলোনা গোলরক্ষক ভয়চেখ স্ট্যান্সনি।

এক মিনিট পর প্রায় একইভাবে গোল করে সমতা ফেরায় বার্সেলোনা। ফের্মিন লোপেসের ক্রসে ছুটে গিয়ে বল জালে পাঠান ফেররান তরেস।
একাদশ মিনিটে লোপেসের বাঁকানো শট দূরের পোস্ট ছুঁয়ে বাইরে চলে যায়। ছয় মিনিট পর ফের এগিয়ে যায় ব্রুজ। প্রতি আক্রমণ থেকে বল পেয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন অরক্ষিত ফোর্বস।

২৭তম মিনিটে একটুর জন্য গোল পাননি জুল কুন্দে। লামিনে ইয়ামালের কাছ থেকে বল পেয়ে গতিময় শট নেন ফরাসি ডিফেন্ডার। ক্রসবারে লেগে বল চলে যায় বাইরে।

ব্রুজের ডি বক্সের আশেপাশে প্রচুর খেলোয়াড় থাকায় শট নেওয়ার জায়গা পাচ্ছিলেন না বার্সেলোনার খেলোয়াড়রা। গোলরক্ষককে চমকে দিতে খেলোয়াড়দের পায়ের ফাঁক দিয়ে কাছের পোস্টে শট নেন মার্কাস র্যাশফোর্ড। তৎপর গোলরক্ষক ঝাঁপ দিয়ে নিয়ন্ত্রণে নেন বল।

৪৫তম মিনিটে প্রতি আক্রমণ থেকে গোলের দারুণ সুযোগ হাতছাড়া করেন তরেস। ইয়ামালের চমৎকার থ্রু বলে শট লক্ষ্যে রাখতে পারেননি এই ফরোয়ার্ড। গোলরক্ষক লাইন ছেড়ে বেরিয়ে আসায় তার কেবল শট লক্ষ্যে রাখতে পারলেই হতো।

দ্বিতীয়ার্ধের শুরুতে এক মিনিটের ব্যবধানে লোপেস ও ইয়ামালের দুটি শট কোনোমতে ঠেকিয়ে ব্যবধান ধরে রাখেন ব্রুজ গোলরক্ষক নুরদিন ইয়ার্কাস। ৫৯তম মিনিটে আবার ক্রসবারের বাধায় গোল পায়নি বার্সেলোনা। এরিক গার্সিয়ার গতিময় শট ক্রসবারে লেগে ফেরে।

পরের মিনিটে দুর্দান্ত গোলে সমতা ফেরান ইয়ামাল। ডি বক্সের বাইরে বল পেয়ে দুই জনকে কাটিয়ে দানি ওলমোকে বাড়িয়ে ডি বক্সে ঢুকে পড়েন এই ফরোয়ার্ড। ফিরতি পাস পেয়ে পায়ের কারিকুরিতে আরও দুই জনকে এড়িয়ে ঠাণ্ডা মাথায় জাল খুঁজে নেন ইয়ামাল।

৬২তম মিনিটে ব্রুজকে ফের এগিয়ে নেওয়ার সুযোগ নষ্ট করেন ফোর্বস। খুব কাছ থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি। পরের মিনিটেই অবশ্য আবার দলকে এগিয়ে নেন তিনি। হান্স ফানাকেনের রক্ষণচেরা পাস পেয়ে অনেকটা দৌড়ে ডি বক্সে ঢুকে বাম দিকের পোস্ট ঘেঁষে জালে বল পাঠান পর্তুগিজ ফরোয়ার্ড।

৬৯তম মিনিটে ইয়ামালের বাঁকানো শট দূরের পোস্টে কর্নারের বিনিময়ে রক্ষা করেন ব্রুজ গোলরক্ষক। পরের মিনিটে ব্রুজকে পেনাল্টি দিলেও পরে ভিএআর মনিটরে রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টান রেফারি। ৭৭তম মিনিটে সৌভাগ্যের গোলে তৃতীয়বারের মতো সমতা ফেরায় বার্সেলোনা।ইয়ামালের বলে মাথা ছুঁয়ে দেন খ্রিস্তোস জোলিস। একটু উঁচুতে উঠে দিক পাল্টে বল চলে যায় জালে!

যোগ করা সময়ের প্রথম মিনিটে স্ট্যান্সনির কাছ থেকে বল কেড়ে নিয়ে জালে পাঠান রোমিও ভেরমন্ট। তবে ভিএআর মনিটরে দেখে ফাউল দেন রেফারি। স্লাইড করার সময় বার্সেলোনা গোলরক্ষককে ফাউল করেছিলেন ভেরমন্ট। বাকি সময় বল পায়ে রেখে কোনোমতে কাটিয়ে দিয়ে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ব্রুজ।

চার ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে আছে ব্রুজ। চার ম্যাচে টানা জয়ে যথাক্রমে প্রথম তিনটি স্থানে আছে বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও ইন্টার মিলান।

এমআর 

Share this news on:

সর্বশেষ

img

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা

খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ Nov 06, 2025
img
মামদানির জয়ে নিউইয়র্কে সার্বভৌমত্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প Nov 06, 2025
img
নভেম্বরেই গণভোটের দাবিতে উত্তাল পল্টন Nov 06, 2025
img
ব্যাটারদের মানসিক উন্নয়নে মন দেবেন আশরাফুল Nov 06, 2025
img
পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করলো ডিএসই Nov 06, 2025
img
চট্টগ্রাম বন্দরের ট্যারিফ নিয়ে ক্ষোভ, সোমবার আলোচনায় বসছেন নৌ পরিবহন উপদেষ্টা Nov 06, 2025
img

বিশ্বকাপ ২০২৬: ২২ দেশের নতুন হোম জার্সি উন্মোচন

মেক্সিকো থেকে আর্জেন্টিনা-নতুন রঙে ফুটবল দুনিয়া! Nov 06, 2025
img
এলডিসি উত্তরণ নিয়ে ঢাকায় আসছে জাতিসংঘের প্রতিনিধিদল Nov 06, 2025
img
দীপিকার অনেক আগে আমি মা হয়েছি: শুভশ্রী Nov 06, 2025
img
ইউক্রেনে গিয়ে বিপাকে অ্যাঞ্জেলিনা জোলি Nov 06, 2025
img
কোচ সালাউদ্দিনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন আশরাফুল Nov 06, 2025
img
ম্যাক্রোঁর সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ Nov 06, 2025
img
এক স্বৈরাচার গিয়েছে, আরেক স্বৈরাচার ঘাড়ে চেপে বসেছে : তারেকের স্ত্রী Nov 06, 2025
img
সময় এসেছে রাজনৈতিকভাবে জুলাইয়ের প্রতিনিধিত্ব করার: স্নিগ্ধ Nov 06, 2025
img
ক্রিকেটে রাজনীতি পছন্দ করি না : ওয়াসিম আকরাম Nov 06, 2025
img
খুশি কাপুর-কারিশ্মা তান্না জুটিতে নতুন দিগন্তে “মা ২” Nov 06, 2025
img
বিএনপিতে যোগদানের বিষয়ে মুখ খুললেন রেজা কিবরিয়া Nov 06, 2025
img
ডিসেম্বরে নামতে পারে প্রথম শৈত্যপ্রবাহ Nov 06, 2025
img
২৩ হাজার কোটি টাকার চেলসিকে রুখে দিল কারাবাগ Nov 06, 2025
img
সিসি ক্যামেরা যুক্ত থাকা ভোটকেন্দ্রের তালিকা চেয়েছে নির্বাচন কমিশন Nov 06, 2025