বলিউডের বিতর্কিত তারকা রাখি সাওয়ান্ত আবারও আলোচনায়। নিজের জীবনের নানা উত্থান–পতনের কথা জানিয়ে তিনি বলেছেন, সংগ্রাম করতে করতে কখন যে বয়স কেটে গেছে, নিজেও বুঝতে পারেননি।
রাখি এক সাক্ষাৎকারে বলেন, “জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি। এখন সেসবের ফল ভোগ করছি। কখন যে এতটা সময় পার হয়ে গেল, বুঝতেই পারিনি। পৃথিবীতে যেন আর কোনও রাখি সাওয়ান্ত জন্ম না নেয়।”
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই রাখির খোলামেলা স্বীকারোক্তিকে সাহসী হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন, এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি নিজের অতীতের প্রতি অনুশোচনা প্রকাশ করেছেন।
রাখি সাওয়ান্ত বরাবরই বিতর্কে জড়িয়ে থাকলেও, তিনি বলিউডে নিজের জায়গা তৈরি করতে নিরলস পরিশ্রম করে গেছেন। বহু বছর ধরে টেলিভিশন রিয়েলিটি শো, আইটেম গান ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করলেও, তার ব্যক্তিজীবনের নানা বিতর্ক তাকে বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
তিনি নিজের জীবনে স্থিতি খুঁজছেন বলেও জানান। “আমি এখন শুধু শান্তি চাই,” বলেন রাখি।
এমআর