সাম্প্রতিক দিনগুলোতে ভারী তুষারঝড় ও তুষারধসে কমপক্ষে নয়জনের মৃত্যুর পর নেপালের হিমালয় পর্বতমালায় সাত ইতালীয় পর্বতারোহী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার নেপালের হিমালয় পর্বতমালার ইয়ালুং রি পর্বতের চূড়ার কাছে একটি বেস ক্যাম্পে বিশাল তুষারধসে পাঁচ বিদেশি এবং দুই নেপালি গাইডের মধ্যে তিন ইতালীয় পর্বতারোহীও ছিলেন।
বুধবার ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তিন ইতালীয় পর্বতারোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে, নিখোঁজ আরও সাত ইতালীয় নাগরিকের কোনো খবর এখনও পাওয়া যায়নি।
মন্ত্রণালয় আরও জানায়, সাম্প্রতিক দিনগুলোতে হিমালয়ের বেশ কয়েকটি অঞ্চল ধারাবাহিক তুষারধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ইতালীয় নাগরিকসহ অসংখ্য পর্বতারোহী হতাহতের শিকার হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ, উদ্ধারকারী দল এবং সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিক মিশনের মধ্যে যোগাযোগ অত্যন্ত চ্যালেঞ্জিং বলেও জানিয়েছে ইতালি।
নেপালের পর্যটন বিভাগের পরিচালক হিমাল গৌতম বলেছেন, নিখোঁজ সাতজনের ভাগ্যে কী ঘটেছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। নেপালের হিমালয়ান টাইমস সংবাদপত্রের খবরে বলা হয়, মাউন্ট ইয়ালুং রি-তে বেস ক্যাম্পে ক্যাম্পে ১২ জন পর্বতারোহীর একটি দল তুষারধসের কবলে পড়ে। নিহত ৭ জনের মধ্যে তিনজন ইতালীয়, দুই নেপালি, একজন জার্মান ও একজন ফরাসি নাগরিক। উদ্ধারকৃতদের মধ্যে আছেন তিন নেপালি এবং দুই ফরাসি পর্বতারোহী।
বেঁচে ফেরা ফরাসি পর্বতারোহী ইসাবেল সোলাঞ্জ থাওন (৫৪) জানান, তিনি এবং আরেক ফরাসি আরোহী দিদিয়ের আরমান্ড সৌভাগ্যক্রমে বেঁচে যান। কিন্তু তার স্বামী ক্রিশ্চিয়ান ম্যানফ্রেড মারা যান। তিনি বলেন, ‘তুষারের স্রোতে ভেসে আমি পাথর বেয়ে নামছিলাম, পরে উদ্ধারকর্মীরা আমাদের টেনে তোলে। আমার স্বামী পাথরের আঘাতে মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা গেছেন।’
ইয়ালুং রি পর্বত (উচ্চতা ৫,৬০০ মিটার) তুলনামূলকভাবে নবীন পর্বতারোহীদের জন্য উপযোগী হিসেবে বিবেচিত হয়। কিন্তু সাম্প্রতিক তীব্র আবহাওয়ার কারণে অঞ্চলটি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। এর আগে গত শুক্রবার পশ্চিম নেপালে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া দুই ইতালীয় পর্বতারোহীর মৃত্যুর খবর নিশ্চিত হয়। তারা ৬ হাজার ৮৮৭ মিটার উচ্চতার পানবাড়ি পর্বত আরোহনের চেষ্টায় ছিলেন।
গত সপ্তাহে ঘূর্ণিঝড় ‘মোন্থা’র প্রভাবে অস্বাভাবিক ভারী বৃষ্টি ও তুষারপাত হয় দেশটিতে, যার কারণে বিভিন্ন জনপ্রিয় ট্র্যাকিং রুটে বহু পর্যটক ও আরোহী আটকা পড়েন। নেপালি কর্তৃপক্ষ বর্তমানে সব আরোহী ও ভ্রমণকারীদের জন্য সতর্কতা জারি করেছে। বিশ্বের ১০টি সর্বোচ্চ পর্বতের মধ্যে ৮টিই নেপালে অবস্থিত হওয়ায় দেশটি প্রতি বছর অসংখ্য স্থানীয় ও বিদেশি আরোহীর প্রিয় গন্তব্য।
আইকে/এসএন