বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত সবসময়ই খোলামেলা মতামতের জন্য আলোচনায় থাকেন। এবারও ব্যতিক্রম হলো না। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখি অকপটে জানিয়েছেন, জীবনের কঠিন সময় পার করতে গিয়ে কীভাবে বলিউডে নিজের জায়গা করে নিয়েছিলেন।
রাখির ভাষায়, “ঘর ভাড়া দিতে হবে, বাড়িতে চাল ডালের দরকার ছিল। তাই নিজেকে বলিউডে বেচে দিয়েছিলাম।” কথার মাঝে তীব্র হতাশা যেমন ছিল, তেমনি ছিল বাস্তবতার নির্মমতা। তিনি আরও বলেন, “পর্দায় আমি বোল্ডনেস দেখিয়েছি, কিন্তু কখনও কারোর বিছানায় যাইনি। কাজের জায়গায় আমি শুধু পরিশ্রম করেছি, শরীর নয়।”
এই বক্তব্য প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। কেউ রাখির সাহসিকতার প্রশংসা করছেন, কেউ আবার বলছেন— এটাই বলিউডের অজানা অন্ধকার দিক। বহু নেটিজেন মন্তব্য করেছেন, রাখির এই স্বীকারোক্তি হয়তো অনেক অচেনা মুখের মুখ খুলে দেবে।
একসময় নাচ ও আইটেম সং-এর মাধ্যমে খ্যাতি পাওয়া রাখি এখন নিজের জীবন অভিজ্ঞতা দিয়েই শিরোনামে। তার কণ্ঠে উঠে এসেছে সেই সমাজের বাস্তবতা, যেখানে স্বপ্নের দুনিয়া ছুঁতে হলে অনেককেই লড়াই করতে হয় সম্মান, টিকে থাকা আর একবেলার খাবারের জন্য।
এসএন