বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা সবসময়ই নিজের ব্যক্তিত্ব, দৃঢ়তা ও বাস্তব জীবনদর্শনের জন্য আলোচিত। এক সাক্ষাৎকারে তিনি জানান, তার জীবনের অন্যতম বড় শিক্ষা এসেছে তার মায়ের কাছ থেকে।
আনুশকা বলেন, “আমার মা আমাকে শিখিয়েছেন, শক্ত হতে হবে। কিন্তু সেটার ঢাক পেটানোর দরকার নেই। মানুষকে দেখিয়ে নয়, নিজের ভেতরের শক্তিটাই আসল।”
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। ভক্তরা মন্তব্য করছেন, আনুশকার এই ভাবনা আজকের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক। অনেকেই বলছেন, বলিউডের গ্ল্যামার জগতেও তিনি একাধারে সংযমী ও বাস্তবধর্মী চিন্তাধারার প্রতীক।
আনুশকা শর্মা বর্তমানে অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়েছেন। তবে স্বামী বিরাট কোহলির সঙ্গে পরিবার ও সন্তানকে সময় দিচ্ছেন তিনি। বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে মানবিক বার্তা ও জীবনের ইতিবাচক চিন্তা শেয়ার করেও আলোচনায় আসেন এই তারকা।
তার এই মন্তব্য আবারও প্রমাণ করে, আনুশকা কেবল পর্দার নায়িকা নন, বাস্তব জীবনেও তিনি এক অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব।
এমআর