তারকাখচিত ফ্র্যাঞ্চাইজি আর বিশাল বাজেটের সিনেমার দুনিয়ায় দ্য তাজ স্টোরি করে দেখালো এক বিরল কীর্তি। কোনো প্রচার ঝলকানি ছাড়াই, একেবারে কনটেন্টের জোরে ছবিটি পরিণত হয়েছে ২০২৫ সালের প্রথম ‘স্লিপার হিট’-এ।
অভিনেতা পরেশ রাওয়াল অভিনীত এই সিনেমা মুক্তির প্রথম তিন দিনেই আয় করেছে ৬ কোটি ২৫ লাখ রুপি (নেট)। ক্রিকেট মৌসুম, বড় বাজেটের একাধিক রিলিজ, আর সীমিত প্রচারের মাঝেও এই সাফল্য বলিউডে এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
আরও বিস্ময়কর বিষয়, রবিবার বক্স অফিসে ছবিটির আয় বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, যা ছোট সিনেমাগুলোর ক্ষেত্রে বিরল। মুখে মুখে প্রচারেই যে ‘দ্য তাজ স্টোরি’ দর্শকের মন জয় করেছে, তা এখন পরিষ্কার।
অন্যদিকে, বহুল প্রতীক্ষিত বাহুবলী: দ্য এপিক (হিন্দি ভার্সন) হতাশ করেছে মাত্র ৩ কোটি ৯৫ লাখ রুপি আয় করে। মুক্তির প্রথম উত্তেজনা কাটতেই হোঁচট খেয়েছে ছবিটি।
সব মিলিয়ে, প্রথম সপ্তাহেই দ্য তাজ স্টোরি ১০ কোটির মাইলফলক ছোঁয়ার পথে—এ যেন প্রমাণ, কনটেন্ট ভালো হলে দর্শক এখনো থিয়েটারে ভিড় জমাতে প্রস্তুত।
এসএন