তামিলনাড়ুর করুরে থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে ৪১ জনের মর্মান্তিক মৃত্যুর এক মাসেরও বেশি সময় পর অবশেষে মুখ খুললেন জনপ্রিয় তামিল অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। বুধবার (৫ নভেম্বর) তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)–এর সাধারণ কাউন্সিল সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিনের বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলেন। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
বিজয় বলেন, আমাদের পরিবারের সদস্যদের হারানোর বেদনায় এতদিন আমি গভীর শোকে ছিলাম। এমন এক যন্ত্রণায় ছিলাম যা ভাষায় প্রকাশ করা যায় না। সেই কঠিন সময়ে আমাদের নিজেদের মানুষের অনুভূতির পাশে দাঁড়ানোই ছিল আমার কর্তব্য।
তিনি আরও অভিযোগ করেন, এই শোকের সময়েই আমার নীরবতাকে সুযোগ হিসেবে ব্যবহার করে কিছু মানুষ অর্থহীন গুজব ও বিদ্বেষপূর্ণ রাজনৈতিক প্রচার চালিয়েছে। কিন্তু আইন ও সত্যের শক্তিতে এগুলো ভেঙে পড়বে।
মুখ্যমন্ত্রী স্টালিন ও ক্ষমতাসীন ডিএমকের বিরুদ্ধে তোপ দেগে বিজয় বলেন, টিভিকে বিভিন্ন জেলায় সভাস্থলের অনুমতি পেতে বারবার বাধার মুখে পড়েছে। আমরা বড় জায়গা চাইলেও ইচ্ছাকৃতভাবে ছোট ও সংকীর্ণ স্থান বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে মানুষের ভিড়ে ঠাসাঠাসি করে দাঁড়াতে হয়েছে।
বিজয় তার বক্তৃতার শেষভাগে আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলেন, আমি আগের জনসভায় যেমন বলেছিলাম, আবার বলছি- প্রকৃতি ও ঈশ্বর যখন আমাদের সঙ্গে থাকেন, আর আমাদের মানুষ পাশে থাকেন, তখন আমাদের থামানোর শক্তি কারও নেই। এই বাধাগুলো সাময়িক, আমরা এগুলো ভেঙে এগিয়ে যাবো। আমাদের যাত্রা থামবে না।
এমকে/এসএন