বলিউডের এক চরিত্রগত মাইলফলকে ঘুরে দাঁড়াচ্ছে প্রথম ছবির ঐতিহ্যসমৃদ্ধ এক নাম—“মা ২।” প্রথম ছবিতে শ்ரீদেবী-র বুকচিড়ে ওঠা এক মায়ের ও তার সংস্পর্শে আসা একটি সন্তানের শুদ্ধ বিচারের গল্প আজ নতুন রূপে সামনে আসতে চলেছে। এই নতুন যাত্রায় আবির্ভূত হয়েছেন খুশি কাপুর ও করিশ্মা তন্না।
খুশি কাপুর-র মুখোমুখি করিশ্মা তন্না—এই জুটি বলিউড গসিপ বলছে যে ‘‘ক্যামেরার সামনের নতুন রচনা’’। করিশ্মার গত কাজগুলোর অন্তর্ভুক্ত জনপ্রিয় সিরিজ-‘সুপ’-এ তার শক্তিশালী পারফরমেন্স। এই মাধুর্যগ্রাহ্য পারশ্বভূমি আজ তাকে এনে দিয়েছে “মা ২”-র স্প্লোরাইটে।
বনি কাপুর ঘোষণা দিয়েছেন, ‘‘আমি খুশির সব ফিল্ম দেখেছি… এখন তার সঙ্গে এমন একটি ছবি নিয়ে কাজ করতে চাইছিলাম—গত ছবিটির উত্তরসূরী হতে পারে ‘মা ২’।”
সত্যিই, প্রযোজক হিসেবে এই ছবিতে তার ধর্মীয় দায়িত্ব অনুভব করছেন, শ্রীদেবীর কিংবদন্তি রূপটিকে সম্মান করে এগিয়ে নিচ্ছেন এক নতুন দৃষ্টিকোণ থেকে।
“মা ২” একই নাম ব্যবহার করলেও ছবিটি পুরনো গল্পের সরাসরি অবলম্বন নয়। নির্মাতারা বলছেন, এটি এক নতুন হ্রদয়ে বিচারের থিম, নারীর শক্তি ও সামাজিক উত্তেজনার গতিবেগ ধরে রাখবে—তবে চরিত্র, পরিবর্তন ও সময়ের সঙ্গে মানানসইভাবে।
বর্তমানে ছবির শুটিং শুরু হয়ে গেছে মুম্বাইয়ের একটি সেটে—অক্টোবরের শেষের দিকে চালু হয়েছে কাজ।
ক্যামেরার পিছনের দল বলছে, একাধিক এক্সটেরিয়র দৃশ্যসহ চরিত্র-ভিত্তিক সংলাপের সেকশন ইতিমধ্যেই ধরা পড়েছে।
তবে সকল উন্মাদনার মাঝেও সমালোচনার মাঝে পড়েছেন খুশি কাপুর। সোশ্যাল মিডিয়ায় একাংশ বলছেন, ‘‘পুরনো ‘মা’-র মান কি ধরে রাখা যাবে?’’
অন্যদিকে অনেকে বলছেন করিশ্মা-র মতো অভিনেত্রী এই থিমের ভার সঠিক ভাবে নিতে পারবেন কি না, এই প্রশ্ন উত্থাপিত হয়েছে।
সব মিলে, “মা ২” দর্শককে এক রূপান্তরমূলক বিনোদন প্রতিজ্ঞা করছে, যেখানে রয়েছে বিচার-সংগ্রামের দৃঢ়তা, নারীর অবিচলতা, এবং নতুন সময়ের দরকারি সামাজিক আয়বোধ। প্রথম ছবির যেসব মুহূর্ত আজও মনে রেখেছে জনমানস, সেসব ছোঁয়া থাকবে কি না, সেটাই আগ্রহের বিষয়। তবে অবশ্যই নতুন ও দৃঢ় ক্যানভাসে তৈরি হতে চলেছে এই ফিল্ম।
আমরা অপেক্ষায় থাকব—জানতে যে এই নতুন ট্র্যাজেডি বা থ্রিলার আমাদেরকে কোথায় দাঁড় করাবে।
এসএন