মুম্বাইয়ের রাতটাকে যেন অন্য রূপে সাজিয়ে তুলেছিলেন দক্ষিণী সুপারস্টার সামান্থা রুথ প্রভু। নিজের নতুন পারফিউম ব্র্যান্ডের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অন্তরঙ্গ এক পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিলেন সহঅভিনেত্রী তামান্না ভাটিয়াকে। একসময় টলিউডে রাজত্ব করা এই দুই তারকা এখন সমানভাবে আলো ছড়াচ্ছেন বলিউড ও ওটিটিতে।
আড়ম্বরহীন অথচ রুচিশীল এই পার্টিতে সামান্থা ও তামান্নার আন্তরিক বন্ধুত্বই যেন ছিল প্রধান আকর্ষণ। ক্যামেরায় ধরা পড়া তাঁদের হাসিমুখের মুহূর্তগুলো ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে, আর ভক্তরা মুগ্ধ হয়ে লেখেন ভালোবাসার মন্তব্য।
স্টাইলের দিক থেকেও ছিল নজরকাড়া দৃশ্য। তামান্না পরেছিলেন লেইসি মিডি ড্রেস, আর সামান্থা হাজির হয়েছিলেন লেইস টপ ও টেইলরড প্যান্টে—আত্মবিশ্বাস আর আভিজাত্যের নিখুঁত মিশ্রণ।
বর্তমানে সামান্থা ব্যস্ত তাঁর নতুন পারিবারিক ড্রামা ‘মা ইন্টি বঙ্গারাম’-এর কাজে, অন্যদিকে তামান্না শুটিং করছেন বহুল আলোচিত ‘রাগিনি এমএমএস ৩’-এর জন্য। দুই তারকার এই পর্যায়ের সাফল্য যেন একসঙ্গে বলছে—তাঁদের জন্য এখনো বহু আলো, বহু ঘ্রাণ, বহু গল্প অপেক্ষা করছে।
এসএন