কোচ সালাউদ্দিনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন আশরাফুল

চুক্তির মেয়াদ বাকি থাকতেই মাত্র এক বছরের মাথায় বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। এজন্য তিনি ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন। তার এমন সিদ্ধান্তের আগেরদিনই (৪ নভেম্বর) আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান মোহাম্মদ আশরাফুল। ফলে সালাউদ্দিনের সঙ্গে তার সম্পর্কের বিষয়টিও এখন আলোচনার কেন্দ্রে।

ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশের জনপ্রিয় এই কোচের সঙ্গে সম্পর্ক বেশ ভালো বলেই জানিয়েছেন আশরাফুল। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, ‘সবার সঙ্গেই আমার ভালো সম্পর্ক রয়েছে, আমি সেরকম (সম্পর্ক খারাপ হওয়ার মতো) কেউ নই। সালাউদ্দিন ভাইয়ের সঙ্গেও সম্পর্ক ভালো। আমি যখন অধিনায়ক ছিলাম তখনও সালাউদ্দিন ভাই কাজ (কোচিং) করেছেন। তাই যেমনটা ভাবা হচ্ছে, তেমন কিছু নয়।’

গত বছরের ৫ নভেম্বর বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ হয়েছিলেন সালাউদ্দিন। ঠিক এক বছরের মাথায় গতকাল (৫ নভেম্বর) তিনি দায়িত্ব ছাড়তে চেয়ে বিসিবিকে পদত্যাগপত্র দিয়েছেন। তার অধীনে সাম্প্রতিক সময়ে ব্যাটিং পারফরম্যান্স ভালো ছিল না জাতীয় দলের। উল্টো অধারাবাহিকতায় ভুগেছেন ফর্মে থাকা ব্যাটাররাও। সবমিলিয়ে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের আগে বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান আশরাফুল। এর মধ্য দিয়ে এক সময়ের পোস্টারবয় ১১ বছর পর আবারও জাতীয় দলের ড্রেসিংরুমে ফিরছেন।

বিপিএল ও গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের সঙ্গে কাজ করেছেন আশরাফুল, এ ছাড়া ঘরোয়া ক্রিকেট এবং নারী দলেও তার কোচিংয়ের অভিজ্ঞতা আছে ভিন্ন ভূমিকায় লাল-সবুজের প্রতিনিধি হয়ে প্রত্যাবর্তন নিয়ে আশরাফুল বলছেন, ‘ক্রিকেট ছাড়ার পর গত দুই বছর ধরেই কোচিং নিয়ে পরিকল্পনা করছিলাম। আমি মাঠেই থাকতে চেয়েছি, সে অনুসারে কোচিংয়ে এসেছি আলহামদুলিল্লাহ। আবারও বাংলাদেশের ড্রেসিংরুমে ফিরতে পেরে আমি খুবই খুশি। যেখানে ১৩ বছর অনেক কোচের অধীনে খেলেছি। অনেক কিছু দেখেছি এখানে। এখন সেসবই ভাগাভাগি করে নিতে চাই বর্তমান ক্রিকেটারদের সঙ্গে এবং এই অনুভূতি দারুণ।’

নিজের খেলোয়াড়ী জীবনে সাফল্য-ব্যর্থতা ও ফর্ম-অফফর্মের নেপথ্য কারণ নিয়ে ক্রিকেটারদের সঙ্গে কাজ করার প্রত্যাশা আশরাফুলের। সাবেক এই তারকা ক্রিকবাজকে বলেন, ‘কীভাবে সফল হয়েছি এবং যে কারণে হতে পারিনি, কীভাবে ধারাবাহিক হয়েছিলাম এবং আবার কেন অধারাবাহিক হয়ে পড়ি– এসবের নেপথ্য কারণ আমি তাদের সঙ্গে ভাগাভাগি করার চেষ্টা করব। এই খেলায় কৌশলগত দিকের চেয়ে মানসিকভাবে বেশি শক্তিশালী হতে হবে, জাতীয় দলের ড্রেসিংরুমে আমি এসব নিয়েই কাজ করব। এ নিয়ে যদি আপনার স্পষ্ট ধারণা থাকে, ব্যাটিং-পারফরম্যান্স দুটোই করা সহজ হবে।’

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটারদের অধারাবাহিকতা কিংবা আউট হওয়ার ধরন ও ব্যাটিং স্ট্যান্স নিয়ে আলোচনা হয় অনেক। আশরাফুল কি সেসব পরিবর্তনে কাজ করবেন? জবাবে তিনি বলেন, ‘না, এমন কিছু (ব্যাটিংয়ের কৌশলে ব্যাপক পরিবর্তন) আসলে তাদের সাহায্য করবে না। (ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা শিবনারায়ণ) চন্দরপল এমন স্ট্যান্সে ব্যাট করতেন, যেখানে তিনি হাজার-হাজার রান পেয়েছেন। তাই তারা যেভাবেই খেলুক, মানসিকভাবে শক্ত হতে হবে। আমি বিশ্বাস করি যত বেশি মানসিকভাবে স্থির থাকা যায়, তত বেশি তারা সহজভাবে খেলতে পারবে।’


আইকে/এসএন

Share this news on:

সর্বশেষ

আমি খুব ভাগ্যবান, জাকের সব শট পারে; আয়ারল্যান্ড সিরিজে ব্যাটাররা ভালো খেলবে: আশরাফুল Nov 06, 2025
img
ভালুকের আক্রমণ ঠেকাতে জাপানে সেনা মোতায়েন Nov 06, 2025
img
১০ বছরের মধ্যে ক্ষমতায় না গেলে রাজনীতি ছেড়ে দেব: নাহিদ Nov 06, 2025
আয়ারল্যান্ড সিরিজের আগে নতুন দায়িত্বে আশরাফুল Nov 06, 2025
'ঢাকা ১৮ আসনকে মডেল এলাকা হিসেবে তৈরি করবো' Nov 06, 2025
img
ধাওয়ান-রায়নার বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি Nov 06, 2025
img
অনশনরত তারেককে বিএনপির পক্ষ থেকে সর্মথন জানালেন রিজভী Nov 06, 2025
img
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের, হাসপাতালে ভর্তি ১০৩৪ Nov 06, 2025
img
বাংলাদেশকে নাস্তানাবুদ করে মাস সেরার দৌড়ে রশিদ খান Nov 06, 2025
img
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের চুক্তিতে ক্ষতির মুখে পড়ার শঙ্কায় ভারত Nov 06, 2025
img
ডিসেম্বর থেকে শান্তিতে পুরস্কার চালু করছে ফিফা Nov 06, 2025
img
যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর কড়া বার্তা Nov 06, 2025
img
টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩ রানে জিতল নিউজিল্যান্ড Nov 06, 2025
img
ঢাকায় এক মঞ্চে ইতিহাস গড়তে আসছেন দুই রক লেজেন্ড Nov 06, 2025
img
মুগ্ধের ভাইয়ের বিএনপিতে যোগ দেওয়ার বিষয়ে সামান্তার মন্তব্য Nov 06, 2025
img
প্রতিযোগিতার মধ্যেও দাপট ধরে রেখেছে হার্শবর্ধনের নতুন ছবি Nov 06, 2025
img
সহিংসতার শঙ্কা নিয়ে সরকারের কোনো দ্বিমত নেই : প্রেস সচিব Nov 06, 2025
img
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরের মালিকানা বদল হতে চলেছে Nov 06, 2025
img
পারফিউম লঞ্চে ফ্যাশন দুনিয়ায় নতুন ট্রেন্ড আনলেন সামান্থা-তামান্না Nov 06, 2025
img
চেষ্টা আর অধ্যাবসায়ের মাধ্যমে সফলতার পথে: শ্রুতি দাস Nov 06, 2025