২০২৬ সালের কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বখ্যাত স্পোর্টস ব্র্যান্ড অ্যাডিডাস উন্মোচন করেছে তাদের সাথে চুক্তিবদ্ধ ২২টি দেশের নতুন হোম জার্সি। এসব দেশের মধ্যে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, সহ-আয়োজক মেক্সিকো, ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনসহ আরও বেশ কয়েকটি শক্তিশালী দল।
২০২৬ ফিফা বিশ্বকাপে এখনো যোগ্যতা অর্জন করেনি বেলজিয়াম, চিলি, কোস্টারিকা, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, উত্তর আয়ারল্যান্ড, পেরু, স্কটল্যান্ড, স্পেন, সুইডেন, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা ও ওয়েলস। এর মধ্যে চিলি, পেরু ও ভেনেজুয়েলা ২০২৬ সালের আন্তর্জাতিক মৌসুমে নতুন হোম কিটে মাঠে নামবে।
প্রতিটি জার্সির ডিজাইনে রাখা হয়েছে নিজস্ব জাতীয় ঐতিহ্য, পতাকার রং ও সাংস্কৃতিক উপাদানের ছোঁয়া। একই সঙ্গে বড় আকারে অ্যাডিডাসের লোগো ও ক্লাসিক তিনটি স্ট্রাইপ দিয়েই সম্পন্ন হয়েছে পুরো কালেকশন।
আর্জেন্টিনা তাদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা স্ট্রাইপ ধরে রেখেছে, তবে এবার যুক্ত হয়েছে তিনটি ভিন্ন শেড-১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালের তিনটি বিশ্বকাপ জয়ের স্মৃতি বহন করে। মেক্সিকো ফিরেছে তাদের কিংবদন্তি ১৯৯৮ সালের আজটেক প্যাটার্নে অনুপ্রাণিত নতুন ডিজাইনে, যা ইতিমধ্যেই ‘মডার্ন ক্লাসিক’ হিসেবে প্রশংসিত হয়েছে।
অন্যদিকে, জার্মানির জন্য এটি শেষ অ্যাডিডাস জার্সি-দীর্ঘ ৭০ বছরের সম্পর্কের অবসান ঘটবে ২০২৭ সালে যখন তারা নাইকির সঙ্গে চুক্তি করবে। জার্মানির জার্সিতে এবারও থাকছে ৯০ দশকের জ্যামিতিক নকশার ছোঁয়া।
জাপানের নীল জার্সিতে ঢেউয়ের প্যাটার্ন, কলম্বিয়ার জার্সিতে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের প্রজাপতি-প্রেরণা, আর ইতালির জার্সিতে ২০০৬ সালের বিশ্বকাপের স্মৃতি-সব মিলিয়ে প্রতিটি দেশের জার্সিই নিজস্ব গল্প বলছে।
অ্যাডিডাস জানিয়েছে, এগুলো শুধু কিট নয়, বরং প্রতিটি দেশের ফুটবল ঐতিহ্য ও গর্বের প্রতীক।
আর্জেন্টিনা: তিন বিশ্বকাপের স্মৃতিতে রঙিন নতুন জার্সি
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নতুন জার্সিতে থাকছে তিনটি আকাশি নীল শেড-১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালের তিন বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে। লিওনেল মেসিকে নিয়ে মডেল করা এই কিটে ঐতিহ্য আর আবেগের মিশেল।
মেক্সিকো: আজটেক নকশায় ‘৯৮’-এর ঐতিহ্য ফিরে এল
সহ-আয়োজক মেক্সিকোর নতুন জার্সিতে আজটেক নকশা ও ঈগলের প্রতীক ফিরে এসেছে ১৯৯৮ সালের কিংবদন্তি ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে। সমালোচকরা ইতিমধ্যেই একে “আধুনিক ক্লাসিক” বলছেন।
জার্মানি: বিদায় অ্যাডিডাস, নস্টালজিয়ায় ভরা শেষ কিট
দীর্ঘ ৭০ বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছে জার্মানি ও অ্যাডিডাসের জুটি। ২০২৬ বিশ্বকাপের এই কিটে আবারও ফিরে এসেছে ৯০ দশকের জনপ্রিয় জ্যামিতিক নকশা-একটা যুগের স্মারক হিসেবেই যেন শেষবারের মতো মাঠে নামবে ‘ডি মানশ্যাফট’।
জাপান: ঢেউয়ের নকশায় নীল সামুরাইদের শৈল্পিক জার্সি
গভীর নীল বেসে লাল-সাদা বর্ডার আর মাঝখানে জাপানি ঢেউয়ের প্যাটার্ন-দৃষ্টিনন্দন এই ডিজাইনকে ইতিমধ্যেই সংগ্রাহকদের প্রিয় করে তুলেছে।
ইতালি: নীল সোনার রাজকীয় আভায় ২০০৬-এর গৌরব
ইতালির নতুন কিটে গভীর নীল রঙ ও সোনালি ছোঁয়ায় ফিরে এসেছে ২০০৬ সালের বিশ্বকাপ জয়ের স্মৃতি। পাতার নকশা ও সূক্ষ্ম অলংকরণে ভরপুর জার্সিটি রুচিশীল ও রাজকীয় আবহ তৈরি করেছে।
কলম্বিয়া: গার্সিয়া মার্কেসের প্রজাপতিতে অনুপ্রাণিত কিট
উজ্জ্বল হলুদ বেসে প্রজাপতির ছায়া-কলম্বিয়ার নতুন জার্সি গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের সাহিত্যজগতের প্রতি শ্রদ্ধা নিবেদন। আশার প্রতীক হিসেবে প্রজাপতির ব্যবহার ফুটবলে এক নান্দনিক মাত্রা যোগ করেছে।
স্পেন: লাল-হলুদের সঙ্গে ফিরল নীলের ছোঁয়া
ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের নতুন কিটে লাল-হলুদের সঙ্গে ফিরেছে গাঢ় নীল হাতা ও সূক্ষ্ম উল্লম্ব পিনস্ট্রাইপ। সরল অথচ ক্লাসিক ডিজাইনে পরিপূর্ণ এই কিটকে বলা হচ্ছে “নির্ভরযোগ্য কিন্তু মার্জিত”।
সৌদি আরব: বন-সবুজে আধুনিক ছোঁয়া
গভীর সবুজ বেসে হালকা শেডের ডায়মন্ড নকশা ও বেগুনি অ্যাকসেন্ট-সৌদি আরবের জার্সি এবার আরও আধুনিক ও দৃষ্টিনন্দন। বিগত কয়েক বছর ধরে তারা স্টাইল এক্সপেরিমেন্টে দারুণ সফল।
মেক্সিকো ও জাপানের ডিজাইনে শীর্ষ প্রশংসা
বিশ্বকাপ ঘিরে উন্মাদনার ভেতরে অ্যাডিডাসের এই নতুন কিট সিরিজে মেক্সিকো ও জাপানের ডিজাইন এখন আলোচনার কেন্দ্রে। দু’দলের কিটকেই বলা হচ্ছে এবারের “হাই-ফ্যাশন ফুটবল আর্মার”।
ভেনেজুয়েলা: ওয়াইন রঙে ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধন
গাঢ় বারগান্ডি রঙের ওপর সোনালি ছোঁয়া, কাঁধে তিন রঙের স্ট্রাইপ-ভেনেজুয়েলার জার্সিকে বলা হচ্ছে “সবচেয়ে রুচিশীল ডিজাইন”। এক কথায় এটি ভিনোটিন্টোদের পরিপূর্ণ ফুটবল নান্দনিকতা।
স্কটল্যান্ড ও ওয়েলস: ঐতিহ্যই ভরসা
স্কটল্যান্ডের নীল-সাদা ঐতিহ্যবাহী জার্সিতে এবার যুক্ত হয়েছে পতাকা অনুপ্রাণিত ক্রস প্যাটার্ন। অন্যদিকে ওয়েলসের লাল ড্রাগন প্রতীকী জার্সি আধুনিকতা ও ঐতিহ্যের এক সুন্দর সংমিশ্রণ।
আলজেরিয়ার মরুভূমির গর্জন - গৌরবের নতুন হোম জার্সি:
সাহারার বালুতট থেকে অনুপ্রাণিত আলজেরিয়ার নতুন হোম জার্সি মরুভূমির উষ্ণতা ও জাতীয় পরিচয়ের সাহসী বহিঃপ্রকাশ। বালুর ঢেউয়ের মতো বেইজ ও সাদা ডোরা জার্সি জুড়ে ছড়িয়ে আছে, আর গলার কাছে ও কাঁধে সবুজের ছোঁয়া। গলার পেছনে আরবি হরফে খোদাই করা আছে “আলজেরিয়া” - যা জাতীয় গর্বের প্রতীক।
বেলজিয়ামের আগুন - রেড ডেভিলসের নতুন হোম জার্সি:
বেলজিয়ামের নতুন হোম জার্সি ফুটবল ও গথিক শিল্পের এক অনন্য সংমিশ্রণ। দেশের ঐতিহ্যবাহী রঙিন কাচের জানালার নকশা থেকে অনুপ্রাণিত এই জার্সিতে “রেড ডেভিলস” ও “রেড ফ্লেমস”-এর প্রতীকী নকশা ফুটে উঠেছে। গভীর লাল রঙের ভিত্তিতে কাঁধজুড়ে কালো ও হলুদ রেখা জাতীয় পতাকার ছোঁয়া এনে দিয়েছে।
চিলির লাল উত্তাপ - কনডরের গর্বময় হোম জার্সি:
চিলির নতুন হোম জার্সি জাতীয় পরিচয়ের প্রতীক। লাল রঙের ঐতিহ্যবাহী ভিত্তিতে দেশের প্রতীকী পাখি ‘কনডর’-এর ডানার নকশা ছড়িয়ে আছে পুরো জার্সিজুড়ে, যা শক্তি ও গৌরবের প্রতিচ্ছবি। গলার পেছনে বিশেষ কনডর প্রতীক যুক্ত করে জার্সিটিকে দিয়েছে স্বকীয় পরিচয়-এটি নিঃসন্দেহে চিলিরই প্রতীক।
কোস্টারিকার উচ্ছ্বাস - প্রাণবন্ত ট্রপিক্যাল হোম জার্সি:
কোস্টারিকার নতুন হোম জার্সি রঙ, সংস্কৃতি ও জীবনের উদযাপন। লাল, নীল ও গোলাপি ছোঁয়ায় সাজানো জার্সিজুড়ে পাতার, টুকান পাখি ও হাসির নকশা যেন উচ্ছ্বাসে ভরপুর এক ট্রপিক্যাল গল্প। গলার পেছনে খোদাই করা আছে দেশের জীবনের প্রতীকী বাক্য ‘পুরা ভিদা’-যা আনন্দ ও প্রাণচাঞ্চল্যের প্রতীক।
হাঙ্গেরির রক্তিম গৌরব - ১২৫ বছরের ঐতিহ্যবাহী হোম জার্সি:
হাঙ্গেরির নতুন জার্সি ঐতিহ্যবাহী গাঢ় লাল রঙে তৈরি, যেখানে দেশের পতাকার সাদা ও সবুজ ছোঁয়া যুক্ত হয়েছে পরিমিত সৌন্দর্যে। ফুটবল ঐতিহ্যের ১২৫ বছর উদযাপন উপলক্ষে জাতীয় প্রতীকের পাশে বিশেষ জুবিলি ক্রেস্ট স্থান পেয়েছে বুকে। পেছনে খোদাই করা আছে ‘মাগিয়ারঅর্সাগ’-অর্থাৎ হাঙ্গেরি, যা জার্সিটিকে দিয়েছে সম্পূর্ণতা।
নর্দান আয়ারল্যান্ডের আধুনিক ছোঁয়া - স্থাপত্যের প্রেরণায় নতুন হোম জার্সি:
এই হোম জার্সিটিতে নতুন টীল এবং সবুজ রঙের সমন্বয় করা হয়েছে। জাতীয় রঙের আধুনিক একটি রূপ। জার্সিটির ডিজাইনে দেশটির স্থাপত্যের সাহসী লাইন ও কাঠামো থেকে অনুপ্রাণিত একটি বিমূর্ত গ্রাফিক ব্যবহৃত হয়েছে, যা মাঠ ও দেশের মধ্যে একটি দৃশ্যমান সংযোগ তৈরি করে।
পেরুর লাল স্যাশ - পরিচয় ও নতুনত্বের উদযাপনে হোম জার্সি:
পরিচয় ও নতুনত্বের মিলন। এই কিটটি দেশের ক্লাসিক নকশাকে পেরুর ভূমির দৃষ্টিকোণ থেকে পুনর্নির্মাণ করেছে। উপকূল থেকে শুরু করে পাহাড়ি অঞ্চল ও বর্ষা বন পর্যন্ত, যা পেরুর পরিচয় গঠনে সাহায্য করে। প্রতিবারের আইকনিক লাল স্যাশ নতুন রূপ পেয়েছে বিমূর্ত লাইনওয়ার্ক গ্রাফিকের মাধ্যমে, যেখানে প্রতিটি অঞ্চলের প্রতীক অন্তর্ভুক্ত। এটি দেশের নিজ ভূমির সাথে সংযোগের একটি সুন্দর উদযাপন।
কাতারের আগুন – বিশ্বকাপের মেরুন গৌরব:
২০২২ বিশ্বকাপের میزبان কাতারের জন্য আগামী টুর্নামেন্টে নতুন লুক। অ্যাডিডাস দেশের সমৃদ্ধ পরিচয়কে সম্মান জানিয়েছে। গভীর মেরুন বেসে দেশের পতাকার প্রেরণা, যেখানে আইকনিক জিগ-জ্যাগ ডিজাইনকে গাঢ় দাগের মাধ্যমে পুনর্নির্মাণ বোঝানো হয়েছে।
স্কটল্যান্ডের স্যালটাইর গর্জন - নীল গৌরবের নতুন হোম জার্সি:
স্কটল্যান্ডের হোম জার্সিতে স্যালটাইর (জাতীয় পতাকা) প্রধান আকর্ষণ। দেশের আইকনিক পতাকাটিকে গাঢ় নীল রঙের সাহসী পুনরাবৃত্তি প্যাটার্নে রূপান্তর করা হয়েছে, যা ক্লাসিক নেভি বেসের সঙ্গে মিশে গেছে। স্কটিশ ফুটবলের ঐতিহ্য নতুন রূপে এবং একটি তাজা ছোঁয়ায় প্রতিফলিত হয়েছে, যা স্কট ম্যাকটমিনের নতুন উজ্জ্বল উপস্থিতির জন্য উপযুক্ত।
সুইডেনের সোনালী ছোঁয়া - রেট্রো গ্ল্যামারের নতুন হোম জার্সি:
থ্রি স্ট্রাইপস সুইডেনের ক্লাসিক হলুদ ও নীল রঙকে ৭০-এর দশকের রেট্রো স্টাইলে নতুন রূপ দিয়েছে। জার্সির ফ্যাব্রিকে সূক্ষ্ম টোনাল গ্রাফিক ব্যবহার করা হয়েছে, যা ডেনিম এবং ঐতিহ্যবাহী সুইডিশ ফোক ড্রেসের ফুলের সেলাই থেকে অনুপ্রাণিত। শেষের দিকে, ‘Sverige’ লেখা আছে গলার পেছনে, আধুনিক টাইপোগ্রাফিতে-গর্বের পরিচয়।
ইউক্রেনের উজ্জ্বল গৌরব - ঐতিহ্য ও আধুনিকতার হোম জার্সি:
ইউক্রেনের হোম জার্সি দেশটির ঐতিহ্যকে গর্বের সঙ্গে শ্রদ্ধা জানায়, যেখানে আধুনিক পরিচয়কে ঐতিহ্যের সঙ্গে মেলানো হয়েছে। আইকনিক উজ্জ্বল হলুদ ও নীল রঙ আবার ফিরে এসেছে, গভীর হলুদ টোনের সূক্ষ্ম পুনরাবৃত্ত গ্রাফিক দিয়ে সমৃদ্ধ, যা ইউক্রেনের কোট অফ আর্মসের আকার ও প্রতীক থেকে অনুপ্রাণিত। একটি জার্সি যা দৃঢ়তা ও গর্বের প্রতীক।
ইউএই’র সাদা শক্তি - আত্মবিশ্বাসী ও গৌরবময় হোম জার্সি:
সংযুক্ত আরব আমিরাতের হোম জার্সি এসেছে পরিষ্কার ও আত্মবিশ্বাসী স্টাইলে। সাদা বেসে সাহসী লাল অ্যাকসেন্ট এবং টপে স্টাইলিশ ধূসর গ্রাফিক ব্যবহৃত হয়েছে। জ্যামিতিক প্যাটার্নটি ফেডারেশনের ক্রেস্টের ঢাল আকৃতি থেকে অনুপ্রাণিত, যা জাতীয় পরিচয়কে প্রতিফলিত করে।
টিকে/