ব্যাটারদের মানসিক উন্নয়নে মন দেবেন আশরাফুল

গুঞ্জন কিছুদিন থেকেই শোনা যাচ্ছিল। আয়ারল্যান্ড সিরিজের আগে গুঞ্জনটাকে সত্যিতে রূপ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে আয়ারল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দিয়েছে বোর্ড। আপাতত মাত্র এক সিরিজের জন্যই এই দায়িত্ব পাচ্ছেন দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার।

টাইগারদের ব্যাটিং কোচ ডেভিড হেম্পের বিদায়ের পর বিশেষজ্ঞ ব্যাটিং কোচ নিয়োগ না দিয়ে সিনিয়র সহকারি কোচ মোহাম্মদ সালাউদ্দিনকেই দেয়া হয়েছিল দায়িত্ব। তবে, এ সময়ে দলের ব্যাটিং পারফরম্যান্সের হয়েছে ধারাবাহিক অবনতি। অবশেষে আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দেয়া হয়েছে। তবে কোচ হিসেবে ব্যাটসম্যানদের খেলার টেকনিক্যাল দিকের চেয়ে মানসিক দিক উন্নত করার দিকেই বেশি মনোযোগ দিতে চান আশরাফুল।

ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পাওয়ায় আশরাফুল প্রায় ১১ বছর পর আবারও জাতীয় দলের ড্রেসিং রুমে ফিরছেন। ফিক্সিং কেলেঙ্কারির কারণে আট বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি ক্রিকেটে ফেরার চেষ্টা করেও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় হিসেবে ফিরে আসতে পারেননি।

ক্রিকবাজে প্রকাশিত এক সাক্ষাৎকারে আশরাফুল জানান, এখন তার মনোযোগ কোচিংয়ে, কারণ তিনি বিশ্বাস করেন এটি তাকে আন্তর্জাতিক ক্রিকেটে নতুনভাবে অবদান রাখার সুযোগ দেবে।

তিনি বলেন, 'আলহামদুলিল্লাহ, আসলে গত দুই বছর ধরে আমি পরিকল্পনা করছিলাম যে ক্রিকেট খেলা শেষ করার পরও আমি মাঠে থাকতে চাই এবং কোচিংয়ে আসতে চাই। আমি সুযোগ পেয়েছি ও অভিজ্ঞতা অর্জন করেছি—দুই মৌসুম গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের সঙ্গে কাজ করেছি, এক বছর বিপিএলে ছিলাম, আর এবার এনসিএলে (ন্যাশনাল ক্রিকেট লিগ) কাজ করছি। আমি যাদের সঙ্গে এখন কাজ করব, তাদের সবার সঙ্গেই খেলেছি—চাই সেটা আন্তর্জাতিক হোক বা ঘরোয়া।'

তিনি আরও বলেন, 'আবারও বাংলাদেশ দলের ড্রেসিং রুমে ফিরতে পারছি, এটা আমার কাছে দারুণ অনুভূতি। আমি সেখানে ১৩ বছর খেলেছি, অনেক কোচের অধীনে খেলেছি, অনেক কিছু দেখেছি। এখন সেই অভিজ্ঞতাগুলোই আমি আমাদের খেলোয়াড়দের সঙ্গে ভাগাভাগি করব।'

তার মতে, খেলোয়াড়দের সঙ্গে কাজ করার ক্ষেত্রে তিনি মূলত মানসিক দিক নিয়েই কথা বলেন।

আশরাফুলের ভাষায়, 'আমি এখন খেলোয়াড়দের সঙ্গে কাজ করার সময় যা শেয়ার করি তা হলো—আমি কেন সফল হয়েছিলাম, আবার কেন হইনি; আমি কীভাবে ধারাবাহিক হয়েছিলাম এবং কখন সেই ধারাবাহিকতা হারিয়েছিলাম। এই খেলায় টেকনিক্যাল চেয়ে মানসিক দিকটাই বেশি গুরুত্বপূর্ণ। মন পরিষ্কার থাকলে ব্যাটিং অনেক সহজ হয়ে যায়, পারফরম্যান্সও উন্নত হয়। আমি জাতীয় দলে এই বিষয়গুলো নিয়েই কাজ করব।'

আশরাফুল জানিয়েছেন, তিনি খেলোয়াড়দের ব্যাটিং টেকনিকে বড় ধরনের পরিবর্তন আনার পক্ষে নন, কারণ প্রত্যেকেরই নিজস্ব খেলার ধরন থাকে, 'না, টেকনিকে বড় পরিবর্তন আনার দরকার নেই। চন্দরপল কীভাবে খেলতেন দেখেছেন তো? ওর ভঙ্গি ছিল একেবারে আলাদা, তবুও হাজার হাজার রান করেছে। কেন? কারণ সে মানসিকভাবে শক্ত ছিল, আমি বিশ্বাস করি ক্রিকেটে যত মানসিকভাবে শক্ত হওয়া যায়, ততই ভালো খেলা যায়। আমি সেই মানসিক শক্তিটা গড়ে তুলতেই সাহায্য করতে চাই।'

তিনি বলেন, টেস্ট দল নিয়ে আত্মবিশ্বাসী তিনি, কারণ দলটি অভিজ্ঞ। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে শক্তির চেয়ে টাইমিং নিয়ে বেশি কাজ করতে চান। আশরাফুল বলেন, ' দেখুন, সিরিজটা টেস্ট দিয়ে শুরু হবে। টেস্ট দলটা বেশ অভিজ্ঞ—মুশফিক আছে, শান্ত অধিনায়ক হিসেবে আছে, মিরাজ, লিটন, মোমিনুল—সবাই আছে। তাই টেস্ট দলে কাজ করা সহজ হবে বলে মনে করছি।'

তিনি আরও বলেন, 'টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা শেষ সিরিজ বাদে চারটি সিরিজ জিতেছি। তবুও এই ফরম্যাটে আমাদের ব্যাটারদের আরও পারফর্ম করার সুযোগ আছে। আমি সেই দিকেই কাজ করব।'

'আমি ক্রিকেটীয় শট বা টাইমিং নিয়ে কাজ করতে চাই, কারণ আন্তর্জাতিক ক্রিকেটে বল ১৪০ কিলোমিটার বেগে আসে। তাই এখানে পাওয়ার হিটিংয়ের চেয়ে টাইমিং অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি সেই বিষয়গুলোই খেলোয়াড়দের সঙ্গে শেয়ার করব।'–তিনি যোগ করেন।

আশরাফুল আরও জানান, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে তার সম্পর্ক একদমই খারাপ নয়। তবে, তার নিয়োগের পরদিনই সালাউদ্দিন বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আইকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশকে নাস্তানাবুদ করে মাস সেরার দৌড়ে রশিদ খান Nov 06, 2025
img
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের চুক্তিতে ক্ষতির মুখে পড়ার শঙ্কায় ভারত Nov 06, 2025
img
ডিসেম্বর থেকে শান্তিতে পুরস্কার চালু করছে ফিফা Nov 06, 2025
img
যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর কড়া বার্তা Nov 06, 2025
img
টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩ রানে জিতল নিউজিল্যান্ড Nov 06, 2025
img
ঢাকায় এক মঞ্চে ইতিহাস গড়তে আসছেন দুই রক লেজেন্ড Nov 06, 2025
img
মুগ্ধের ভাইয়ের বিএনপিতে যোগ দেওয়ার বিষয়ে সামান্তার মন্তব্য Nov 06, 2025
img
প্রতিযোগিতার মধ্যেও দাপট ধরে রেখেছে হার্শবর্ধনের নতুন ছবি Nov 06, 2025
img
সহিংসতার শঙ্কা নিয়ে সরকারের কোনো দ্বিমত নেই : প্রেস সচিব Nov 06, 2025
img
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরের মালিকানা বদল হতে চলেছে Nov 06, 2025
img
পারফিউম লঞ্চে ফ্যাশন দুনিয়ায় নতুন ট্রেন্ড আনলেন সামান্থা-তামান্না Nov 06, 2025
img
চেষ্টা আর অধ্যাবসায়ের মাধ্যমে সফলতার পথে: শ্রুতি দাস Nov 06, 2025
img
মা হওয়ার পর জীবন বদলে গেছে: রানী মুখার্জি Nov 06, 2025
img
জন আব্রাহামের সঙ্গে ‘ফোর্স ৩’-এ যোগ দিলেন হার্শবর্ধন, শুরু হবে নতুন অধ্যায় Nov 06, 2025
img
‘আমি পুতুল নই’- মিস ইউনিভার্সের মঞ্চে বিস্ফোরক ফাতিমা Nov 06, 2025
img
বিপিএলে রাজশাহীর হয়ে খেলবে তানজিদ তামিম Nov 06, 2025
img
যত দিন বেঁচে থাকব বঙ্গবন্ধুকে নিয়ে বেঁচে থাকব : কাদের সিদ্দিকী Nov 06, 2025
img
মুরুব্বি মানুষ যা করবে, সেটাই ঠিক: সর্ব মিত্র চাকমা Nov 06, 2025
img
জন্মের সময় নয়, পরিচয় নির্ধারণ আপনার হাতে: দীপিকা পাড়ুকোন Nov 06, 2025
img
স্ত্রীকে সঙ্গে নিয়ে গ্রেসি ম্যানশনে যাওয়া নিয়ে যা জানালেন মামদানি Nov 06, 2025