ব্যাটারদের মানসিক উন্নয়নে মন দেবেন আশরাফুল

গুঞ্জন কিছুদিন থেকেই শোনা যাচ্ছিল। আয়ারল্যান্ড সিরিজের আগে গুঞ্জনটাকে সত্যিতে রূপ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে আয়ারল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দিয়েছে বোর্ড। আপাতত মাত্র এক সিরিজের জন্যই এই দায়িত্ব পাচ্ছেন দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার।

টাইগারদের ব্যাটিং কোচ ডেভিড হেম্পের বিদায়ের পর বিশেষজ্ঞ ব্যাটিং কোচ নিয়োগ না দিয়ে সিনিয়র সহকারি কোচ মোহাম্মদ সালাউদ্দিনকেই দেয়া হয়েছিল দায়িত্ব। তবে, এ সময়ে দলের ব্যাটিং পারফরম্যান্সের হয়েছে ধারাবাহিক অবনতি। অবশেষে আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দেয়া হয়েছে। তবে কোচ হিসেবে ব্যাটসম্যানদের খেলার টেকনিক্যাল দিকের চেয়ে মানসিক দিক উন্নত করার দিকেই বেশি মনোযোগ দিতে চান আশরাফুল।

ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পাওয়ায় আশরাফুল প্রায় ১১ বছর পর আবারও জাতীয় দলের ড্রেসিং রুমে ফিরছেন। ফিক্সিং কেলেঙ্কারির কারণে আট বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি ক্রিকেটে ফেরার চেষ্টা করেও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় হিসেবে ফিরে আসতে পারেননি।

ক্রিকবাজে প্রকাশিত এক সাক্ষাৎকারে আশরাফুল জানান, এখন তার মনোযোগ কোচিংয়ে, কারণ তিনি বিশ্বাস করেন এটি তাকে আন্তর্জাতিক ক্রিকেটে নতুনভাবে অবদান রাখার সুযোগ দেবে।

তিনি বলেন, 'আলহামদুলিল্লাহ, আসলে গত দুই বছর ধরে আমি পরিকল্পনা করছিলাম যে ক্রিকেট খেলা শেষ করার পরও আমি মাঠে থাকতে চাই এবং কোচিংয়ে আসতে চাই। আমি সুযোগ পেয়েছি ও অভিজ্ঞতা অর্জন করেছি—দুই মৌসুম গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের সঙ্গে কাজ করেছি, এক বছর বিপিএলে ছিলাম, আর এবার এনসিএলে (ন্যাশনাল ক্রিকেট লিগ) কাজ করছি। আমি যাদের সঙ্গে এখন কাজ করব, তাদের সবার সঙ্গেই খেলেছি—চাই সেটা আন্তর্জাতিক হোক বা ঘরোয়া।'

তিনি আরও বলেন, 'আবারও বাংলাদেশ দলের ড্রেসিং রুমে ফিরতে পারছি, এটা আমার কাছে দারুণ অনুভূতি। আমি সেখানে ১৩ বছর খেলেছি, অনেক কোচের অধীনে খেলেছি, অনেক কিছু দেখেছি। এখন সেই অভিজ্ঞতাগুলোই আমি আমাদের খেলোয়াড়দের সঙ্গে ভাগাভাগি করব।'

তার মতে, খেলোয়াড়দের সঙ্গে কাজ করার ক্ষেত্রে তিনি মূলত মানসিক দিক নিয়েই কথা বলেন।

আশরাফুলের ভাষায়, 'আমি এখন খেলোয়াড়দের সঙ্গে কাজ করার সময় যা শেয়ার করি তা হলো—আমি কেন সফল হয়েছিলাম, আবার কেন হইনি; আমি কীভাবে ধারাবাহিক হয়েছিলাম এবং কখন সেই ধারাবাহিকতা হারিয়েছিলাম। এই খেলায় টেকনিক্যাল চেয়ে মানসিক দিকটাই বেশি গুরুত্বপূর্ণ। মন পরিষ্কার থাকলে ব্যাটিং অনেক সহজ হয়ে যায়, পারফরম্যান্সও উন্নত হয়। আমি জাতীয় দলে এই বিষয়গুলো নিয়েই কাজ করব।'

আশরাফুল জানিয়েছেন, তিনি খেলোয়াড়দের ব্যাটিং টেকনিকে বড় ধরনের পরিবর্তন আনার পক্ষে নন, কারণ প্রত্যেকেরই নিজস্ব খেলার ধরন থাকে, 'না, টেকনিকে বড় পরিবর্তন আনার দরকার নেই। চন্দরপল কীভাবে খেলতেন দেখেছেন তো? ওর ভঙ্গি ছিল একেবারে আলাদা, তবুও হাজার হাজার রান করেছে। কেন? কারণ সে মানসিকভাবে শক্ত ছিল, আমি বিশ্বাস করি ক্রিকেটে যত মানসিকভাবে শক্ত হওয়া যায়, ততই ভালো খেলা যায়। আমি সেই মানসিক শক্তিটা গড়ে তুলতেই সাহায্য করতে চাই।'

তিনি বলেন, টেস্ট দল নিয়ে আত্মবিশ্বাসী তিনি, কারণ দলটি অভিজ্ঞ। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে শক্তির চেয়ে টাইমিং নিয়ে বেশি কাজ করতে চান। আশরাফুল বলেন, ' দেখুন, সিরিজটা টেস্ট দিয়ে শুরু হবে। টেস্ট দলটা বেশ অভিজ্ঞ—মুশফিক আছে, শান্ত অধিনায়ক হিসেবে আছে, মিরাজ, লিটন, মোমিনুল—সবাই আছে। তাই টেস্ট দলে কাজ করা সহজ হবে বলে মনে করছি।'

তিনি আরও বলেন, 'টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা শেষ সিরিজ বাদে চারটি সিরিজ জিতেছি। তবুও এই ফরম্যাটে আমাদের ব্যাটারদের আরও পারফর্ম করার সুযোগ আছে। আমি সেই দিকেই কাজ করব।'

'আমি ক্রিকেটীয় শট বা টাইমিং নিয়ে কাজ করতে চাই, কারণ আন্তর্জাতিক ক্রিকেটে বল ১৪০ কিলোমিটার বেগে আসে। তাই এখানে পাওয়ার হিটিংয়ের চেয়ে টাইমিং অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি সেই বিষয়গুলোই খেলোয়াড়দের সঙ্গে শেয়ার করব।'–তিনি যোগ করেন।

আশরাফুল আরও জানান, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে তার সম্পর্ক একদমই খারাপ নয়। তবে, তার নিয়োগের পরদিনই সালাউদ্দিন বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আইকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
কনসার্টে গায়কের সঙ্গে নাচল রোবট Dec 21, 2025
img
মোদির বায়োপিকের শুটিং শুরু Dec 21, 2025
img
ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার Dec 21, 2025
img
তাসকিন-শানাকাকে পেছনে ফেলে ঢাকার নেতৃত্বে মিঠুন Dec 21, 2025
img
ডিসেম্বরের প্রথম ২০ দিনে এলো ২১৭ কোটি ডলার Dec 21, 2025
img
রিশাদের মিতব্যয়ী বোলিংয়ে জিতল হোবার্ট Dec 21, 2025
img
আমাদের সকলকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে : তারেক রহমান Dec 21, 2025
img

সিরাজ আলী খান

প্রতিষ্ঠানগুলো নিরাপদ ও সম্মানিত না হওয়া পর্যন্ত আমি বাংলাদেশে আর ফিরব না Dec 21, 2025
img
সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার Dec 21, 2025
img

ওসমান হাদি হত্যা

আসামি পালাতে সহযোগিতার অভিযোগে পুনরায় রিমান্ডে সিবিউন-সঞ্জয় Dec 21, 2025
img
নিলামের মাধ্যমে আরও ৬ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক Dec 21, 2025
img
রংপুরে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জিএম কাদের Dec 21, 2025
img
প্রথমবারের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ নারী ভলিবল দল Dec 21, 2025
img
রায় ঘোষণার পর নতুন বার্তা দিলেন ইমরান খান Dec 21, 2025
img
ছায়ানটে হামলায় কোয়েল ও চিরঞ্জিৎ এর প্রতিক্রিয়া! Dec 21, 2025
img
সোহেলের জন্মদিনে নজর কাড়লেন সালমান Dec 21, 2025
img
বিয়ের আট বছর পর বিচ্ছেদের কথায় মুখ খুললেন বিন্দু Dec 21, 2025
img

নাহিদ রানা

জাতীয় দলে ভালো করলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমনিতেই সুযোগ আসবে Dec 21, 2025
img
মুক্তির প্রথম সপ্তাহেই বাজিমাত ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ Dec 21, 2025
img
হাদির হত্যাকারী দেশের বাইরে চলে গেছে, এমন তথ্য নেই : পুলিশ Dec 21, 2025