বলিউড অভিনেতা গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা আবারও বিতর্কের মুখে। সম্প্রতি এক পডকাস্টে স্বামীর দীর্ঘদিনের পারিবারিক পুরোহিত ও জ্যোতিষী পণ্ডিত মুখেশ শুক্লাকে ‘চোর’ আখ্যা দিয়ে কটাক্ষ করেন তিনি। তার অভিযোগ, ওই পুরোহিত নানা পূজার পরামর্শ দিয়ে বারবার অর্থ আদায় করতেন। মন্তব্যটি ভাইরাল হওয়ার পরই বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়, আর এরপরেই পুরোহিতের কাছে প্রকাশ্যে ক্ষমা চান গোবিন্দ।
পডকাস্ট প্রকাশের কয়েক দিন পর গোবিন্দ ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও বার্তায় বলেন, ‘নমস্কার, আমি গোবিন্দ। আমাদের পারিবারিক পুরোহিত পণ্ডিত মুখেশ শুক্লা একজন সুপরিচিত ও যোগ্য ব্রাহ্মণ। তিনি বেদ ও জ্যোতিষ বিদ্যায় পারদর্শী। তাঁর পিতা পণ্ডিত জাতাধারীও আমাদের পরিবারের অংশ ছিলেন। সম্প্রতি আমার স্ত্রী তাঁর বিরুদ্ধে যে মন্তব্য করেছেন, তাতে আমি অত্যন্ত লজ্জিত। আমি তাঁর মন্তব্যের নিন্দা জানাই।’
গোবিন্দ আরও যোগ করেন, ‘আপনি পৃথিবীর অন্যতম সরল মানুষ। আমার কঠিন সময়ে পাশে ছিলেন আপনি। আপনার আশীর্বাদে বহু সমস্যার সমাধান হয়েছে। আমাদের প্রতি আপনার আশীর্বাদ যেন সর্বদা থাকে।’
সুনীতা আহুজার বিতর্কিত মন্তব্যটি আসে প্যারাস ছাবড়ার সঞ্চালনায় ‘আবরা কা ডাবরা শো’-এর এক পর্বে। সেখানে কালাজাদু ও অন্ধবিশ্বাস নিয়ে আলোচনা চলাকালে তিনি বলেন, ‘আমাদের বাড়িতেও এমন একজন আছে, গোবিন্দোর পুরোহিত। পুরো ফেক! সব সময় নতুন পুজো করানোর কথা বলে টাকা নেয়। বলে, ‘এই পুজো করাও, ২ লাখ দাও!’ আমি বলি, নিজের পুজো আগে করো। এসব লোক চোর।’
তিনি আরও বলেন, সকালে নিজে প্রার্থনা করাই ভালো, অন্য কারও করা পূজায় উপকার হবে বলে বিশ্বাস করেন না তিনি।
এখানেই থামেননি সুনীতা। গোবিন্দের আশপাশের লোকজন নিয়েও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গোবিন্দার আশেপাশে ভালো মানুষ নেই। সব বোকা-বোকা লোক, নিজেদের লেখক বা উপদেষ্টা বলে পরিচয় দেয়। আমি সত্যি বলি বলে ওরা আমাকে পছন্দ করে না।’
এই মন্তব্যের পরই ব্যাপক বিতর্ক সৃষ্টি হয় বলিউড অঙ্গনে। পরিবারের সুনাম রক্ষার্থে শেষ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হন গোবিন্দ।
সূত্র: এনডিটিভি
এমকে/এসএন