ভালুকের আক্রমণ ঠেকাতে জাপানে সেনা মোতায়েন

জাপানের উত্তরাঞ্চলীয় আকিতা প্রিফেকচারের একটি পার্বত্য অঞ্চলে ভাল্লুকের আক্রমণ তীব্রভাবে বেড়ে যাওয়ায় তা মোকাবেলায় সৈন্যদের মোতায়েন করা হয়েছে। দেশটিতে ভাল্লুকের হামলায় হতাহতের সংখ্যা বাড়তে থাকায় এই পদক্ষেপ নেওয়া হলো।

পরিবেশ মন্ত্রণালয়ের অক্টোবর মাসের শেষ পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, গত সাত মাসে (এপ্রিল থেকে) জাপানজুড়ে ভাল্লুকের হামলায় অন্তত ১২ জন নিহত এবং ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

এই সামরিক পদক্ষেপ বুধবার (৫ই নভেম্বর) নেওয়া হয়। বাদামী ভাল্লুক এবং এশিয়ান কালো ভাল্লুকের সাথে প্রায় প্রতিদিনই মারাত্মক সংঘর্ষের খবর আসছে।

শীতকালীন ঘুমের আগে ভাল্লুকেরা খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে। এদের স্কুল, ট্রেন স্টেশন, সুপারমার্কেট এবং এমনকি একটি উষ্ণ প্রস্রবণ রিসোর্টেও দেখা গেছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আকিতা প্রিফেকচারের মধ্যে বুধবার স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, সৈন্যরা ভাল্লুকের ওপর সরাসরি গুলি চালাবে না। তাদের কাজ হবে খাবার দিয়ে বাক্স-ফাঁদ পাতা, স্থানীয় শিকারীদের পরিবহনে সহায়তা করা এবং মৃত ভাল্লুক অপসারণে সাহায্য করা।

এই অভিযানটি কাজুনো শহরের একটি জঙ্গল এলাকা থেকে শুরু হয়েছে, যেখানে সম্প্রতি বেশ কয়েকটি ভাল্লুক দেখা ও আহতের খবর পাওয়া গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, জাপানের গ্রামীণ এলাকায় বার্ধক্য এবং জনসংখ্যা হ্রাস এই ক্রমবর্ধমান সমস্যার অন্যতম কারণ। ভাল্লুকের সংখ্যা বেড়ে যাওয়ায় (আনুমানিক ৫৪,০০০-এর বেশি) তারা আবাসিক এলাকায় ঢুকে পড়ছে, কিন্তু বয়স্ক জনসংখ্যা অধ্যুষিত অঞ্চলে প্রাণী শিকার করার মতো প্রশিক্ষিত লোক কম।

বিশেষজ্ঞরা মনে করেন, ভাল্লুক বর্তমানে বিপন্ন নয় এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে এদের নিধন প্রয়োজন।

ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি ফুমিটোশি সাতো সাংবাদিকদের বলেছেন, 'প্রতিদিন ভাল্লুক এই অঞ্চলের আবাসিক এলাকায় অনুপ্রবেশ করছে এবং এর প্রভাব বাড়ছে। ভাল্লুক সমস্যার প্রতিক্রিয়া একটি জরুরি বিষয়।'

আকিতা প্রিফেকচারের জনসংখ্যা প্রায় ৮৮০,০০০। স্থানীয় সরকারের তথ্যমতে, মে মাস থেকে এখানে ভাল্লুকের হামলায় কমপক্ষে চারজন নিহত এবং ৫০ জনেরও বেশি লোক আহত হয়েছে, যার বেশিরভাগ আক্রমণই আবাসিক এলাকায় ঘটেছে।

সপ্তাহান্তে ইউযাওয়া শহরে এক বয়স্ক মহিলা জঙ্গলে মাশরুম খুঁজতে গিয়ে ভাল্লুকের হামলায় মারা যান বলে ধারণা করা হচ্ছে। অক্টোবরের শেষে আকিতা শহরে এক বয়স্ক মহিলা খামারে কাজ করার সময় ভাল্লুকের মুখে পড়ে নিহত হন। মঙ্গলবার আকিতা শহরে একজন সংবাদপত্র বিলিকারী আক্রান্ত ও আহত হয়েছেন।

কাজুনো শহরে ফল বাগানের মালিক তাকাহিরো ইকেদা এনএইচকে টেলিভিশনকে বলেছেন, ভাল্লুক তার কাটার জন্য প্রস্তুত ২০০টিরও বেশি আপেল খেয়ে ফেলেছে। তিনি বলেন, 'আমার হৃদয় ভেঙে গেছে।'

প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইয়ুমি মঙ্গলবার বলেছেন, এই মিশনের লক্ষ্য মানুষের দৈনন্দিন জীবন সুরক্ষিত করা। তবে তিনি মনে করিয়ে দেন যে, সেনাদের প্রাথমিক মিশন জাতীয় প্রতিরক্ষা এবং তারা ভাল্লুক মোকাবেলায় সীমাহীন সমর্থন দিতে পারবে না।

সূত্র: আল জাজিরা

আরপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
হাসপাতালে থেকেও ইতিবাচক বার্তা অভিনেতা জিতু কমলের Nov 06, 2025
img
মুক্তিযুদ্ধ-বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে কথা বলতে দেব না : আইনজীবী পান্না Nov 06, 2025
img
ফজলুর রহমানকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তটি ভালো হয়েছে : জিল্লুর রহমান Nov 06, 2025
img
৬ জেলেকে তুলে নিয়েছে আরাকান আর্মি Nov 06, 2025
img
মেক্সিকোর প্রেসিডেন্টকে জনসমক্ষে চুমু দেওয়ার চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার Nov 06, 2025
img
সেকেন্ড লাইফ হিসেবে কোচিং করার কথা ভেবেছিলাম: মোহাম্মদ আশরাফুল Nov 06, 2025
img
বিএনপি-জামায়াতকে ‘মল্লযুদ্ধ’ বন্ধ করার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর Nov 06, 2025
img

নাসীরুদ্দীন পাটওয়ারী

একটি দল নিজস্ব কিছু ব্যক্তিকে মানুষের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে Nov 06, 2025
img
প্রযুক্তির উন্নতি ও অগ্রগতি, মানবদেহে প্রাথমিক পরীক্ষায় সফল ক্যান্সারের টিকা Nov 06, 2025
img
তারেক রহমানের দলকে নিবন্ধন দিলে গণতন্ত্র শক্তিশালী হবে : নাছির উদ্দীন নাছির Nov 06, 2025
img
বিনানুমতিতে ম্যানেজিং কমিটিতে থাকায় শাস্তি পেলেন উপসচিব Nov 06, 2025
img
জিতুকে দেখতে হাসপাতালে পৌঁছালেন শ্রাবন্তী Nov 06, 2025
img
বিশ্বকাপ জয় ও শ্রেষ্ঠত্ব নিয়ে রোনালদো এবং মেসির ভিন্নমত Nov 06, 2025
img
বাংলাদেশের সিনেপ্লেক্সেও মুক্তি পাবে নতুন ‘প্রিডেটর’ Nov 06, 2025
img
নারীদের যন্ত্রণা বুঝতে পুরুষদেরও এই অভিজ্ঞতা হওয়া উচিত : রাশমিকা Nov 06, 2025
img
৩০০ কোটির সিনেমার চেয়ে ইউটিউব আয়ে শীর্ষে ফারাহ Nov 06, 2025
img
বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হলেন আরতি মুখোপাধ্যায় ও শত্রুঘ্ন সিনহা Nov 06, 2025
img
দিনশেষে জনতার যে রায়, সে রায়ই আমরা মেনে নেবো: হাসনাত আবদুল্লাহ Nov 06, 2025
img
ফ্যামিলি ফিউডের অনুষ্ঠানে সাংবাকিদের প্রতি তাহসানের অনুরোধ Nov 06, 2025
img
বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হচ্ছেন ইলন মাস্ক! Nov 06, 2025