মানব শরীরকে যন্ত্রের সঙ্গে তুলনা করে নিজের অসুস্থতা নিয়ে দর্শকদের উদ্দেশে আশাবাদী বার্তা দিলেন অভিনেতা জিতু কমল। সম্প্রতি তিনি হাসপাতালে ভর্তি হলেও নিজের মনোভাব ও দৃষ্টিভঙ্গি দিয়ে ভক্তদের মুগ্ধ করেছেন।
জিতু বলেছেন, “মানব শরীর একটা যন্ত্র। যন্ত্র তো মাঝে মাঝে খারাপ হবেই অথবা বিকল হবে। তাকেও সার্ভিস সেন্টারে নিয়ে আসতে হবে। হসপিটালে এসেছি আবার ফিরে যাব। এ অত্যন্ত সাধারণ ঘটনা।”
অভিনেতার এই শান্ত ও ইতিবাচক মনোভাব প্রশংসা কুড়িয়েছে সহকর্মী ও অনুরাগীদের মধ্যে। অনেকে বলেছেন, জিতু কেবল পর্দায় নয়, জীবনের বাস্তব ক্ষেত্রেও এক অনুপ্রেরণা। শারীরিক অসুস্থতার মধ্যেও এমন আত্মবিশ্বাসী বক্তব্যে ভক্তরা আশা করছেন, খুব শিগগিরই তিনি আবার ফিরবেন কাজে ও অভিনয়ে।
আরপি/টিএ