কাতার বিশ্বকাপের পর পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। ইতোমধ্যে ক্লাবটির সঙ্গে নতুন চুক্তিও সম্পন্ন করেছেন। সব মিলিয়ে মায়ামিতে দারুণ সময় পার করছেন এই আর্জেন্টাইন ফুটবলার। এবার মেসির হাতে যুক্তরাষ্ট্রের মায়ামি শহরের চাবি তুলে দিয়েছেন সেখানকার মেয়র ফ্রান্সিস সুয়ারেজ।
বুধবার (৫ নভেম্বর) কাসেয়া সেন্টারে আমেরিকা বিজনেস ফোরামে এই সম্মাননা প্রদান করা হয় মেসিকে। এ সময় তার হাতে ঐতিহ্যবাহী শহরটির প্রতীকী চাবি তুলে দেন মেয়র।
এ সময় মেয়র সুয়ারেজ বলেন, আমাদের শহর, এই দেশ এবং বিশ্ব ফুটবলের জন্য আপনি যা করেছেন, সেই কৃতজ্ঞতা থেকেই এই চাবি আপনাকে দিতে চেয়েছি। ধন্যবাদ আপনাকে।
ইন্টার মায়ামির অন্যতম মালিক হোর্হে মাস বলেন, আমার কিছু বলার ছিল—আমাদের (ইন্টার মায়ামি) অধিনায়ক, আমাদের ১০ নম্বরের উদ্দেশ্যে। এই শহরের পক্ষ থেকে এটি আপনার জন্য ছোট্ট এক উপহার, যেখানে মিশে আছে আমাদের হৃদয়। এই শুভেচ্ছা শুধু আপনাকেই নয়, আপনার স্ত্রী আন্তোনেলা ও আপনার চমৎকার পরিবারের প্রতিও।
সম্মাননা পেয়ে আনন্দিত মেসি। সবকিছুর জন্য ধন্যবাদ জানিয়েছেন ইন্টার মায়ামির ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা এই তারকা।
মেসি বলেন, ধন্যবাদ, আমি খুবই সম্মানিত বোধ করছি। সত্যিই, এখানে আমরা অনেক ভালোবাসা অনুভব করি। এই শহরে থাকতে পেরে আমরা অত্যন্ত কৃতজ্ঞ ও আনন্দিত, আর এই বিশেষ স্বীকৃতি আমার জন্য দারুণ সম্মানের।
তিনি আরও বলেন, এখানে আমরা খুব সুখে আছি—আমার পরিবার, সন্তানরা, সবাই। এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে ভালোভাবেই দিন কাটছে আমাদের।
ইএ/এসএন