আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন রূপে হাজির হচ্ছে রাজশাহী। দীর্ঘ বিরতির পর নতুন মালিকানা, নতুন নাম ও নতুন উদ্দীপনা নিয়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স। এবার দলটির হয়ে খেলতে দেখা যাবে জাতীয় দলের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে।
বিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, রাজশাহী ফ্র্যাঞ্চাইজিটি ইতোমধ্যে তানজিদকে দলে ভিড়িয়েছে। পাঁচ মৌসুমের জন্য নাবিল গ্রুপ রাজশাহীর মালিকানা পেয়েছে। প্রাথমিকভাবে দলটির নাম ‘রাজশাহী স্টার্স’ রাখার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তারা ‘রাজশাহী ওয়ারিয়র্স’ নামেই মাঠে নামবে।
দল গঠনের শুরু থেকেই রাজশাহী বেশ সক্রিয়। ফ্র্যাঞ্চাইজিটি প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সাবেক জাতীয় ক্রিকেটার হান্নান সরকারকে। পাশাপাশি আরও কয়েকজন দেশি কোচকে কোচিং প্যানেলে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
রাজশাহী ওয়ারিয়র্স ইতোমধ্যে বিদেশি খেলোয়াড় নিয়েও আলোচনা শুরু করেছে। পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহানের সঙ্গে তাদের কথা প্রায় চূড়ান্ত। এছাড়া একজন শ্রীলঙ্কান ক্রিকেটারের সঙ্গেও আলাপ চলছে।
আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার ড্রাফট। এবারের আসরে রাজশাহীর পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি দল হিসেবে অংশ নিচ্ছে রংপুর (টগি স্পোর্টস), ঢাকা (চ্যাম্পিয়ন স্পোর্টস/রিমার্ক-হারল্যান), চট্টগ্রাম (ট্রায়াঙ্গাল সার্ভিস) এবং সিলেট।
টিএম/টিকে