বুধবার সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৭ রানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয়টিতে বৃহস্পতিবার রোভম্যান পাওয়েলের দলের সুযোগ ছিল এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের। তবে অকল্যান্ডে মিচেল স্যান্টনারদের কাছে ৩ রানে হেরে গেছে সফরকারী দল। সিরিজে ১-১ সমতা।
ইডেন পার্ক অকল্যান্ডে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ৮ উইকেটে ২০৪ রানে থামে উইন্ডিজ ইনিংস। ৩ রানের জয় পায় স্যান্টনারের দল। ম্যাচসেরা ১৯ বলে ফিফটি করা বাঁহাতি ব্যাটার মার্ক চ্যাপমান।
ঝড়ো ইনিংস খেলে ফিফটি করেছেন চ্যাপম্যান। ১৯ বলে ফিফটি তুলে নেয়ার সময় তার ৪টি করে ছক্কা ও চারের মার ছিল। ২৮ বলে ৭৮ রানের ইনিংস খেলে থামেন, ৬ চার ও ৭ ছক্কার মারে। ম্যাচে রানের রেকর্ড হয়েছে। দুদল মিলে ৪১১ রান করেছে, যা টি-টুয়েন্টিতে এ দুদলের সর্বোচ্চ মোট রানের রেকর্ড।
নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন টিম রবিনসন। ড্যারিল মিচেলের থেকে আসে ২৮ রান। ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজ নেন ২ উইকেট। ম্যাথু ফোর্ড, জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড একটি করে উইকেট নেন।
জবাবে উইন্ডিজের সর্বোচ্চ ৪৫ রান আনেন অধিনায়ক পাওয়েল। শেফার্ড করেন ৩৪ রান। ওপেনার আলিক অ্যাথানজের থেকে আসে ৩৩ রান। ৩টি করে উইকেট নেন ইশ সোধি ও মিচেল স্যান্টনার।
জ্যাকব ডাফি ও কাইল জেমিসন একটি করে উইকেট নেন।
টিএম/টিকে