ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা এবছর থেকে চালু করতে চলেছে ‘ফিফা শান্তি’ পুরস্কার। ৫ ডিসেম্বর ওয়াশিংটনে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে, সেদিন নতুন পুরস্কারটিও যাত্রা করবে, জানিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। কে পেতে পারেন এমন প্রশ্ন অবশ্য এড়িয়েই গেছেন ফিফা সভাপতি।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে কাসেয়া সেন্টারে আমেরিকা বিজনেস ফোরামের এক অনুষ্ঠানে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার পক্ষে পুরস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ইনফান্তিনো।
ফিফা শান্তি পুরস্কার নামে পরিচিত হবে নতুন আয়োজনটি, শান্তির জন্য কাজ করেছেন বা করছেন বা শান্তি বয়ে এনেছেন- এমন ব্যক্তিদের স্বীকৃতিটি দেয়া হবে এটির মাধ্যমে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে ফিফা সভাপতি ইনফান্তিনোকে সাংবাদিকরা অনুষ্ঠানে প্রশ্ন করেন, ট্রাম্প প্রথম ব্যক্তি হিসেবে এই পুরস্কারটি পেতে পারেন কিনা।
ফিফা সভাপতি বলেছেন, ‘৫ ডিসেম্বর আপনারা দেখতে পারবেন। বর্তমান অস্থির ও বিভক্ত বিশ্বে, যারা সংঘাতের অবসান ঘটাতে এবং শান্তির চেতনায় মানুষকে একত্রিত করতে কঠোর পরিশ্রম করছেন, তাদের অসামান্য অবদানকে স্বীকৃতি দেয়া হবে মৌলিক।’
‘প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আমার দারুণ সম্পর্ক, আমি সত্যিই ভাগ্যবান। তাকে সত্যিই একজন ঘনিষ্ঠ বন্ধু মনে করি। তিনি বিশ্বকাপের জন্য যা কিছু করছেন, সত্যিই খুব সহায়ক ছিল আমাদের জন্য।’
ফিফা জানিয়েছে, ইনফান্তিনো এবছর পুরস্কারটি দেবেন এবং পরে প্রতিবছর সারা বিশ্বের ভক্তদের পক্ষ থেকে এটি প্রদান করা অব্যাহত রাখা হবে।
ইনফান্তিনো বলেছেন, ‘এমন কাউকে পুরস্কৃত করার জন্য সঠিক প্ল্যাটফর্ম এটি, যারা শান্তির জন্য অনেককিছু করেছেন অথবা করছেন। কারণ আমাদের ফুটবলকে কিছুটা সাহায্য করতে হবে, কিন্তু তারপরও আমাদের এমন নেতাদের প্রয়োজন যারা এটিকে সঠিকভাবে লক্ষ্যে ঠেলে দেয় এবং গোল করে।’
টিজে/টিএ