টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতে বাংলাদেশকে নাস্তানাবুদ করে অক্টোবর মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে জায়গা পেয়েছেন রশিদ খান। যেখানে তার প্রতিদ্বন্দ্বী অন্য দুই স্পিনার নোমান আলি ও সেনুরান মুত্থুসামি।
এক বিবৃতিতে বৃহস্পতিবার অক্টোবরের 'প্লেয়ার অব দা মান্থ' মনোনয়ন প্রকাশ করেছে আইসিসি। নারী ক্রিকেটে অক্টোবরের সেরার দৌড়ে আছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার, ভারতের স্মৃতি মান্ধানা ও দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট।
সংযুক্ত আরব আমিরাতে গত মাসে আফগানিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ। কুড়ি ওভারের তিন ম্যাচে ওভারপ্রতি মাত্র ৫ রান খরচায় ৬ উইকেট নেন রশিদ।
পরে ওয়ানডেতে দেখা যায় রশিদের বিধ্বংসী রুপ। প্রথম ও তৃতীয় ম্যাচে তিনি নেন ৩টি করে উইকেট। আর দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ১৭ রানে ৫ উইকেট নিয়ে একাই গুঁড়িয়ে দেন বাংলাদেশের ব্যাটিং। তিন ম্যাচে ওভারপ্রতি তার খরচ ছিল মাত্র ২.৭৩ রান।
এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই মাসের সেরা হওয়ার দৌড়ে আছেন রশিদ। যেখানে তাকে লড়তে হবে পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান আলি ও দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার সেনুরান মুত্থুসামির সঙ্গে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে প্রথম ইনিংসে ৬ উইকেট নেন নোমান। পরের ইনিংসে তার শিকার ৪ উইকেট। পরের ম্যাচে দুই ইনিংসেই ২টি করে উইকেট নেন তিনি।
কম যাননি মুত্থুসামিও। লাহোরে প্রথম টেস্টে হেরে যাওয়া ম্যাচে ১১ উইকেট নেন তিনি। পরে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে খেলেন ৮৯ রানের অপরাজিত ইনিংস। তার হাতেই ওঠে সিরিজ সেরার পুরস্কার।
এছাড়া সদ্য সমাপ্ত নারী ওয়ানডে বিশ্বকাপে আলো ছড়িয়ে অক্টোবরের সেরার দৌড়ে আছেন গার্ডনার, মান্ধানা ও উলভার্ট। বিশ্বকাপে ব্যাট হাতে ৩২৮ রানের সঙ্গে বোলিংয়ে ৭ উইকেট নিয়েছেন গার্ডনার।
বিশ্বকাপের সাত ম্যাচে দুই ফিফটি ও এক সেঞ্চুরিতে ৩৮১ রান করেছেন স্মৃতি। আর অক্টোবর মাসে উলভার্টের ব্যাট থেকে এসেছে ৮ ইনিংসে ৪৭০ রান।
টিএম/টিএ