কক্সবাজার টেকনাফের নাফ নদীর মোহনা থেকে একটি ট্রলারসহ ছয় রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে নাইক্ষ্যংদ্বীয়া জলসীমা এলাকা দিয়ে তাদের আটক করেছে বলে জানা গেছে।
তারা হলেন- মো. আয়াছ, মো. ইয়াছিন, জিয়াউর রহমান, আতাউর হোসেন, কেফায়েত উল্লাহ ও রশিদ উল্লাহ। তারা টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। দীর্ঘদিন ধরে ক্যাম্পের অনেক রোহিঙ্গা বাংলাদেশি জেলেদের সঙ্গে ট্রলার নিয়ে বঙ্গোপসাগর মাছ শিকার করে আসছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে টেকনাফ পৌরসভার কায়ুকখালিয়া ঘাটের ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার মাছ শিকার শেষে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের পূর্বে গোলারচর সংলগ্ন নাইক্ষ্যংদ্বীয়া এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
টেকনাফ পৌরসভার কায়ুকখালিয়া ঘাটের ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বলেন, টেকনাফের বাসিন্দা আবদুল মতলবের মালিকানাধীন একটি ট্রলার নিয়ে ৬ জন রোহিঙ্গা বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে শাহপরীর দ্বীপের কাছাকাছি এলে সন্ধ্যায় নাইক্ষ্যংদ্বীয়া এলাকায় তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় আরাকান আর্মি ট্রলারসহ ছয় জেলেকে ধরে নিয়ে যায়।
এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, একটি ট্রলারসহ ছয় রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। তারা কিভাবে ক্যাম্প থেকে বের হলেন- খোঁজ নিচ্ছি।
টিজে/টিএ