বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন বাংলাদেশ নারী দলের এক সময়ের অধিনায়ক জাহানারা আলম। সাবেক এই ক্রিকেটার জাহানারাকে বাজে প্রস্তাব দিয়েছিলেন।
সম্প্রতি ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জাহানারা। এই নারী ক্রিকেটের দাবি অসংখ্যবার বিসিবিকে এসব যৌন হয়রানির কথা অভিযোগ আকারে জানিয়েছেন তিনি। কিন্তু কোন প্রতিকার পাননি। এবার জাহানারার সাক্ষাৎকারটি নজরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তারা এই ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করছে এবং সেই কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নিজেদের চূড়ান্ত তদন্ত রিপোর্ট জমা দেবে। এমনটাই জানানো হয়েছে বিসিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে।
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক এক সদস্যের অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ওই অভিযোগে দলের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির অসদাচরণের কথা উল্লেখ করা হয়েছে। বিষয়টির সংবেদনশীলতা বিবেচনায় বিসিবি ঘটনাটি বিস্তারিতভাবে তদন্তের জন্য একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।'
গণমাধ্যমের প্রতি নির্দেশনা দিয়ে বিসিবি আরও বলেছে, 'বিসিবি তার সব খেলোয়াড় ও কর্মকর্তা-কর্মচারীর জন্য নিরাপদ, শ্রদ্ধাপূর্ণ ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বোর্ড এমন অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে নিয়েছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেবে। তদন্ত প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত বিসিবি সংশ্লিষ্ট সবাইকে, বিশেষ করে গণমাধ্যমকে, বিষয়টি নিয়ে মন্তব্য, প্রতিবেদন বা অনুমানভিত্তিক আলোচনা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে, যাতে তদন্ত কার্যক্রম প্রভাবিত না হয়।'
এর আগে জাহানারা সেই সাক্ষাৎকারে বলেন, ‘উনি (মঞ্জুরুল ইসলাম) একদিন আমার কাছে আসলো, আমার কাঁধে হাত রেখে বলতেছে, তর পিরিয়ডের কতদিন চলতেছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকবো চলে আসিস।’
এসএস/টিএ