বলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য সম্প্রতি ব্যক্ত করেছেন সম্পর্ক ও ভালোবাসার একটি বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গি। তিনি বলেন, “ভালবাসি বলেই কোনও মানুষের শর্তাধীনা নই। একে অপরের মর্জি মতো চলা, বা সারাক্ষণ পছন্দ-অপছন্দ মাথায় নিয়ে চলা মানে তো চুক্তির মতো।”
অপরাজিতা আরও যোগ করেছেন, প্রত্যাশা না রাখার মধ্যেই সম্পর্কের শান্তি নিহিত। তিনি উদাহরণ দিয়ে বলেন, “আমি যদি আশা করে থাকি আমার বর হৃতিক রোশনের মতো দেখতে হবে, তা হলে তো আমার সংসারে অশান্তি হবে। সে তার মতো করে সুন্দর করে বাঁচবে। আমিই তাকে সাহায্য করব।”
অভিনেত্রীর এই চিন্তাভাবনা শুধুমাত্র প্রেম নয়, বরং সম্পর্কের বাস্তবতা ও সমঝোতার শিক্ষা দেয়। ভক্তরা মন্তব্য করেছেন, অপরাজিতার এই দৃষ্টিভঙ্গি আজকের সম্পর্কের জন্য এক অনুপ্রেরণার প্রতীক।