টলিউডের অভিনেত্রী সন্দীপ্তা সেন সম্প্রতি তার জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বলেন, “ইন্ডাস্ট্রিতে টিকে থাকা কঠিন নয়। যদি মাটির উপর পা রেখে চলা যায়। একটু বিখ্যাত হলে যদি পাখা গজিয়ে যায়, যদি কেউ উড়তে থাকে, তখন তা কঠিন হয়ে যায়।”
সন্দীপ্তার এই উক্তি ইন্ডাস্ট্রির সাফল্য ও খ্যাতির দ্বন্দ্বকে তুলে ধরেছে। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে, যে কেউ যদি নিজেকে মাটির সঙ্গে যুক্ত রাখে, বাস্তবতা ও দায়িত্ববোধ বজায় রাখে, তবে শিল্পজগতে টিকে থাকা সম্ভব। কিন্তু খ্যাতির কৌঁসুলি এবং অহংকার যদি মাথা চাড়া দেয়, তখন পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
অভিনেত্রী সন্দীপ্তার এই বক্তব্য সামাজিক ও বিনোদনময় পরিপ্রেক্ষিতেও আলোচিত হয়েছে। এটি শুধু টলিউড নয়, বরং সকল শিল্পী এবং সৃজনশীল মানুষের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ হিসেবেও ধরা হচ্ছে।
এমকে/এসএন