বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচে ইউক্রেন ও আজারবাইজানের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। এই দুই ম্যাচকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছেন দিদিয়ের দেশম। যেখানে প্রায় এক বছর পর দলে ফেরানো হয়েছে বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার এন’গোলো কান্তে।
বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদে খেলছেন পুরো মাঠে দাপিয়ে বেড়ানোর জন্য পরিচিত এই মিডফিল্ডার। কান্তের ফেরার প্রসঙ্গে দেশম বলেন, সে এখন তার সেরা ছন্দে আছে। আমি যখন তাকে দলে ডাকি, তা শুধু দলের অংশ হওয়ার জন্য নয়, বরং গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য।
এদিকে টানা দ্বিতীয় মাসের আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলে দেখা যাবে না উসমান দেম্বেলে ও দিজিরে দুয়েকে। পিএসজির এই দুই ফরোয়ার্ডই চোটের সঙ্গে লড়াই করছেন।
এ ছাড়াও নিষেধাজ্ঞার কারণে গত মাসের দুই ম্যাচের স্কোয়াডে ছিলেন না রেয়াল মাদ্রিদ মিডফিল্ডার চুয়ামেনি। এবার তার দলে ফেরার জোর সম্ভাবনা ছিল। কিন্তু এদিনই তার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন ২৫ বছর বয়সী ফুটবলার। তাই কান্তেকে বড় দায়িত্ব নিতে হবে মাঝমাঠে।
আগামী ১৩ নভেম্বর পার্ক দে প্রিন্সেসে ইউক্রেনের মুখোমুখি হবে ইউরোপের বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ–‘ডি’ তে শীর্ষে থাকা ফ্রান্স। চার ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ কিলিয়ান এমবাপ্পেদের।
সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ইউক্রেনকে হারাতে পারলেই ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটবে ফ্রান্স। তিন দিন পরে তাদের গ্রুপপর্বের শেষ ম্যাচ আজারবাইজানের বিপক্ষে।
ইউক্রেন ও আজারবাইজানের বিপক্ষে ফ্রান্সের স্কোয়াড;
গোলকিপার: লুকাস শেভালিয়ে, মাইক ম্যানিয়াঁ এবং ব্রাইস সাম্বা।
ডিফেন্ডার : লুকাস দিনিয়ে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা এবং দায়োত উপামেকানো।
মিডফিল্ডার : এদুয়োর্দো কামাভিঙ্গা, এন’গোলো কান্তে, মনু কোনো, মাইকেল অলিসে এবং ওয়ারেন জায়ির-এমেরি।
ফরোয়ার্ড : মাগনেস আক্লিউশ, ব্রাডলি বারকোলা, রায়ান শেরকি, হুগো একিতিকে, র্যান্ডাল কুলো মুয়ানি, জ্যাঁ-ফিলিপ মাতেতা, কিলিয়ান এমবাপ্পে এবং ক্রিস্টোফার এনকুকু।
টিএম/এসএন