যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে তাকে ‘একজন মহান নেতা’ ও ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী বছর ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে তিনি দেশটি সফর করতে পারেন।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার ৬ নভেম্বর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, মোদির সঙ্গে তার আলোচনা দারুণভাবে চলছে। ওজন কমানোর ওষুধের দাম কমানোর নতুন চুক্তি ঘোষণা শেষে তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, মোদি মূলত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছেন। তিনি আমার বন্ধু, আমরা কথা বলি। তিনি চান আমি সেখানে যাই। আমরা সেটি ঠিক করব, প্রধানমন্ত্রী মোদি একজন মহান মানুষ, আমি সেখানে যাচ্ছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ, সম্ভবত আগামী বছরই যেতে পারি।
ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যটি আসে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে, যেখানে যুক্তরাষ্ট্রজুড়ে জনপ্রিয় ওজন কমানোর ওষুধের দাম কমাতে নতুন উদ্যোগ ঘোষণা করা হয়।
ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য আলোচনার প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। ওয়াশিংটন সম্প্রতি ভারতের রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার কারণে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। যার মধ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও অন্তর্ভুক্ত।
টিএম/এসএন