জাহানারার অভিযোগের প্রেক্ষিতে তামিম ইকবালের ফেসবুক পোস্ট

দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে জাতীয় দলে নিজের সঙ্গে ঘটে যাওয়া সব না বলা কথা সামনে এনেছিলেন পেসার জাহানারা আলম। এবার যৌন হেনস্তার মতো গুরুতর অভিযোগ তুললেন বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করা টাইগ্রেস এই পেসার। যেখানে সাবেক নির্বাচক, সাবেক ইনচার্জ, ম্যানেজারসহ বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়েও অভিযোগ তোলেন জাহানারা।

জাহানার বিস্ফোরক সব অভিযোগে ক্রিকেট অঙ্গন এখন বেশ সরগরম। এমন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ইস্যুতে স্ট্যাটাস দিয়েছেন পুরুষ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেছেন, জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন, সবগুলোই গুরুতর এবং সেসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।

আজ শুক্রবার (৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তামিম আরও বলেন, শুধু একজন জাতীয় ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বলেই নয়, যে কোনো পর্যায়ের ক্রিকেটার হোক বা যে কোনো খেলার ক্রীড়াবিদ কিংবা যে কোনো নারী, কারো প্রতিই এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে। তবে আমি মনে করি, এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না, যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে। যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাপারটিকে দেখা উচিত।

দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যে-ই হোক, যার যতটুকু দায় থাকুক, উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যোগ করেন তামিম।

এই ক্রিকেটার আরও বলেন, কয়েকদিন আগে জাতীয় দলের পরিবেশ নিয়েও জাহানারা কিছু অভিযোগ করেছেন, যা বিসিবি পরে উড়িয়ে দিয়েছে। একজন ক্রিকেটার যখন দল নিয়ে এত গুরুতর অভিযোগ করেন, সেসব অবশ্যই খতিয়ে দেখা উচিত। কিন্তু যাচাই না করেই বিসিবি যেভাবে অতি দ্রুত উড়িয়ে দিয়েছে, কখনোই তা কাম্য নয়।

তামিম বলেন, জাহানারার অভিযাগের পর আরও বেশ কিছু ঘটনার কথা জানতে পারছি নানা মাধ্যমে। আমি প্রতিটি নারী ক্রিকেটারকে অনুরোধ করব, যারা নানা সময়ে এসব ঘটনার শিকার হয়েছেন, সেটা সরাসরি হোক বা আকারে-ইঙ্গিতে, যে কোনোভাবে হেনস্তার শিকার হয়েছে, সবাই মুখ খুলবেন এবং সাহস নিয়ে এগিয়ে আসবেন। দেশের ক্রিকেট তথা ক্রীড়াঙ্গনের স্বার্থে, বর্তমান আর ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এটা প্রয়োজন। কথা দিচ্ছি, আমাকে ও আমাদেরকে আপনাদের পাশে পাবেন।

স্ট্যাটাসের শেষে তামিম নিজের আশঙ্কার কথা জানিয়ে আরও বলেন, জাহানারার অভিযোগগুলোর প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা যদি না নেওয়া যায়, যদি ন্যায়বিচার নিশ্চিত না করা যায়, তাহলে ভবিষ্যতে কোনো মেয়ে ক্রিকেট বা যে কোনো খেলায় আসতে ভয় পাবে, খেলাকে পেশা হিসেবে বেছে নিতে পিছপা হবে। আমরা সেটা হতে দিতে পারি না।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ঢাকা ক্যাপিটালসে সরাসরি চুক্তিতে সাইফ হাসান Nov 07, 2025
img
বিএনপির ৩ নেতার পদ স্থগিত Nov 07, 2025
img
অরিয়ান খান পরিচালিত বাবা-ছেলের সিনেমা আসছে বড় পর্দায় Nov 07, 2025
img
বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম Nov 07, 2025
img
ফরিদপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫ Nov 07, 2025
img
উন্নয়ন মানে শুধু সড়ক বা ভবন নয়, মানুষের জীবনে পরিবর্তন আনা : মনিরুল হাসান Nov 07, 2025
img
নিবন্ধন ও ‘শাপলা কলি’ প্রতীক পাওয়ায় আনন্দ মিছিল এনসিপির Nov 07, 2025
img
এখন খুব চিন্তা করে কথা বলতে হয়, বললেন সংগীতশিল্পী তাহসান Nov 07, 2025
img
ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই জনের Nov 07, 2025
img
বলিউডের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মৌনি রায় Nov 07, 2025
img
'আলফা' ছবিতে শাহরুখ-সালমানের ফের একসঙ্গে আসার গুঞ্জন! Nov 07, 2025
img
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার Nov 07, 2025
img
পাকিস্তানকে ২ রানে হারাল ভারত Nov 07, 2025
img
বিজয় নাম্বিয়ারের নতুন থ্রিলারে পারুল গুলাটি Nov 07, 2025
‘সোলজার’ লুক প্রকাশে উত্তেজনার ঝড় | Nov 07, 2025
img
রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার Nov 07, 2025
img
অনেকেই টিভি টক শোতে ডাহা মিথ্যা কথা বলেন : প্রেসসচিব Nov 07, 2025
"ধার করা টাকায় শুরু ব্যবসা, এখন স্বাবলম্বী আলী Nov 07, 2025
img
মুসলিম দেশ কাজাখস্তানের আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার কারণ Nov 07, 2025
img
মন ভালো রাখলেই শরীর ভালো থাকবে: অক্ষয় কুমার Nov 07, 2025