২ দিনের সফরে ঢাকায় আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু

ব্রাজিল তো বটেই, বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডারদের একজন কাফু। ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল তার নেতৃত্বে। ২০০২ সালে জাপানে ব্রাজিলের হয়ে তিনিই শেষবারের মতো বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেছিলেন। সেই কাফু ১১ ডিসেম্বর সকালে বাংলাদেশে আসবেন।

৫-১১ ডিম্বের ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ‘এএফবি লাতিন-বাংলা সুপার কাপ' ফুটবল টুর্নামেন্ট হবে। এতে আর্জেন্টিনার একটি দল অ্যাথলেটিকো চারলন ও ব্রাজিলের সাও বার্নাদো ক্লাবের অধীনে আরেকটি বাছাইকৃত দল বাংলাদেশে আসবে। এই দুই দেশের দুই ক্লাবের দলের সঙ্গে বাংলাদেশের একটি বয়সভিত্তিক দল গড়বে বাফুফে। এই প্রতিযোগিতার সমাপণী দিনে কাফু পুরস্কার প্রদান করবেন।



বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান বড় তারকা আগমনের ঘোষণা দেয়। পরবর্তীতে সেটার বাস্তবায়ন তেমন দেখা যায় না। তাই আজ বিকেলে সংবাদ সম্মেলন জুড়ে প্রশ্ন ছিল- কাফু আসলেই আসছেন কিনা। এএফবির ম্যানেজিং ডাইরেক্টর এম.ডি আসাদুজ্জামান হারুন বলেন, ‘কাফুর বাংলাদেশের ভিসা হয়েছে, টিকিটও কনফার্ম। ১১ ডিসেম্বর সকালে ঢাকায় আসবেন। আমাদের সঙ্গে চুক্তিও হয়েছে। একটি ভিডিও বার্তা দিয়েছেন।

সেটা আপনারা দেখেছেনও। আশা করছি তিনি আসবেন। ব্রাজিলের পাশাপাশি আমরা আর্জেন্টিনা থেকে ওর্তেগা, ক্যানিজিয়া এবং ভেরনকেও আনার চেষ্টা করছি।’

বাংলাদেশ বিশ্ব ফুটবল র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকলেও ফুটবল উন্মাদনায় সারা বিশ্বে নজরকাড়ে। ২০২২ বিশ্বকাপে বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা সেসময় আলোচিত ছিল। এই উন্মাদনার পরে আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজ এসেছিলেন। তারপর ব্রাজিলের রোনালদিনহোকেও এনেছিল আরেক ব্যবসায়িক প্রতিষ্ঠান। দুইবারই অনেক অব্যবস্থাপনা ছিল। ফুটবলসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যম উপেক্ষিত ছিল উভয় ক্ষেত্রে।

কাফুর ক্ষেত্রে তেমন কিছু ঘটবে না সেই অঙ্গীকার হারুনের, ‘আমাদের কোনো অব্যবস্থাপনা হবে না। প্রয়োজনে আমরা কাফুর জন্য একটি উন্মুক্ত সংবাদ সম্মেলনও রাখব।’

আজ সংবাদ সম্মেলন অবশ্য সেই ভরসা খুব একটা দিচ্ছে না। বেলা তিনটার নির্ধারিত সম্মেলন শুরু হয়েছে এক ঘণ্টা পর। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকরা খানিকটা বিড়ম্বনাতেও পড়েছিলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রাজিল-আর্জেন্টিনার রাষ্টদূতের উপস্থিতির কথা উল্লেখ করলেও দুই দেশের ঢাকাস্থ দূতাবাসের কোনো প্রতিনিধি ছিলেন না।

নব্বইয়ের দশকের শেষের দিকে ঢাকায় ব্রাজিল থেকে একটি দল এসেছিল। একেবারে অপেশাদার সেই দলের বুটই ছিল না। বঙ্গবাজার মার্কেট থেকে বুট, জার্সি কিনেছে। ব্রাজিল-আর্জেন্টিনা থেকে আগত দলের এমন অভিজ্ঞতা হবে না তো? এমন প্রশ্নের উত্তরে হারুন বলেন, ‘আর্জেন্টিনা ও ব্রাজিলে যে ক্লাব থেকে ফুটবলাররা আসছে, তারা মূলত অনূর্ধ্ব-২০। সেই তালিকা আমাদের দিয়েছে। তারা ভালো মানের ফুটবলার।’

বিগত কয়েক বছরে বিশ্ব মানের ফুটবল তারকারা ঢাকায় এসেছিলেন বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে। বাফুফের সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না। লাতিন-বাংলা সুপার কাপে বাফুফেকে সম্পৃক্ত করা হয়েছে। আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত বাফুফের নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন বলেন, ‘তারা ফেডারেশনে একটি প্রস্তাব দিয়েছিল। আমরা এতে সম্মত হয়ে তাদের মাঠ বরাদ্দ দিয়েছি। এছাড়া টেকনিক্যাল সাপোর্ট দিব, বাকি সকল ব্যবস্থাপনা তাদেরই।’

আসাদুজ্জামান হারুন ক্রীড়াঙ্গনে পরিচিত পেশাদার বক্সিং আয়োজন করে। তার অধীনে ঢাকায় গত কয়েক বছরে আন্তর্জাতিক পেশাদার বক্সিং হয়েছে কয়েকটি। আকস্মিকভাবে তিনি ফুটবলের এমন উদ্যোগ নেয়ার কারণ সম্পর্কে বলেন, ‘মানুষ পরিচিতি চায়। সেটা ভেবেই আমি এটা করছি।

ঢাকার মাটিতে আর্জেন্টিনা-ব্রাজিলের দল আসছে, সেটা যে স্তরেই হোক। এতে মানুষ আমাকে মনে রাখবে।’

আর্জেন্টিনা-ব্রাজিল থেকে দল এবং কাফুর মতো বিশ্ব কিংবদন্তির আগমন অনেক ব্যয়সাপেক্ষ। টিকিট বিক্রির অঙ্ক, স্পন্সর নিয়ে এখনো কিছু জানায়নি আয়োজক এএফবি। ‘আমরা কিছু স্পন্সর সংগ্রহ করব। টিকিটের মূল্য এখনো ঠিক করিনি’, বলেন হারুন।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত দক্ষিণ কোরিয়ায় Dec 21, 2025
img
বিমান বাহিনী ও এএইউবির মধ্যে সমঝোতা স্মারক সই Dec 21, 2025
img
ময়মনসিংহের ঘটনায় আরও ২ আসামি গ্রেপ্তার Dec 21, 2025
img
রোমাঞ্চকর লড়াইয়ে চেলসির বিপক্ষে ২-২ গোলে ড্র নিউক্যাসলের Dec 21, 2025
img
তারেক রহমান বাধ্য হয়ে দীর্ঘ ১৭-১৮ বছর নির্বাসিত জীবন কাটিয়েছেন : সালাহউদ্দিন আহমদ Dec 21, 2025
img
সড়ক দুর্ঘটনার কবলে আনসার সদস্যদের বহনকারী বাস Dec 21, 2025
img
দুই হাজার পুলিশের বলয়ে থাকবেন তারেক রহমান Dec 21, 2025
img
বায়ার্নের ইনজুরির তালিকা আরও বাড়ল Dec 21, 2025
img
কোয়ান্টাম ফাউন্ডেশন, সিলেট সেন্টারের উদ্যোগে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে তিন শতাধিক ধ্যানিদের নিয়ে বিশ্ব মেডিটেশন দিবস পালিত Dec 21, 2025
img

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা

তদন্ত কর্মকর্তা জানে আলম খানের দ্বিতীয় দিনের জেরা চলছে Dec 21, 2025
img
ভালোবাসা আর পরিবারই জীবনের আসল আশ্রয়: জাকির খান Dec 21, 2025
img
জেলেনস্কিকে ‘নির্বাচনকালীন’ যুদ্ধবিরতির আহ্বান পুতিনের Dec 21, 2025
img
অনুভূতিতে নাড়া দিতে না পারলে, ভাল ছবি বলা যাবে না: শাশ্বত চ্যাটার্জি Dec 21, 2025
img
ঢাবির স্থগিত হওয়া বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর Dec 21, 2025
img
বাংলাদেশি হাইকমিশনারের মালদ্বীপের শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ Dec 21, 2025
img
আতিফ আসলামের স্থগিত হওয়া কনসার্ট নিয়ে এলো সুখবর Dec 21, 2025
img
বেগুনি রঙের পোশাকে নজর কাড়লেন চিত্রনায়িকা বুবলী Dec 21, 2025
img
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি Dec 21, 2025
img
ফিফার সেরা একাদশে রাফিনিয়া না থাকায় ক্ষুব্ধ ফ্লিক Dec 21, 2025
img
চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী বুইশ্যা আটক Dec 21, 2025