আসন্ন বিপিএলকে সামনে রেখে সরাসরি চুক্তিতে সাইফ হাসানকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। সাইফ গত মৌসুমে বিপিএল খেলেছিলেন রংপুর রাইডার্সের জার্সিতে, ১৩ ম্যাচে ১১৯.০৬ স্ট্রাইকরেটে করেছিলেন ৩০৬ রান।
সময় বদলে গেছে। টেস্ট দিয়ে জাতীয় দলে অভিষেক হলেও সাইফ এ বছর টি-২০ দিয়ে আলোচনায় এসেছেন। বলা যায়, টি-টোয়েন্টিতে এই মুহূর্তে তিনিই দেশের সবচেয়ে বড় তারকা। দেশের জার্সিতে টি-টোয়েন্টিতে ১২ ইনিসে ৩৪৪ রান তিনি করেছেন ১৩১.৮০ স্ট্রাইকরেটে।
৩৪৪ রানের মধ্যে সাইফ ১৬২ তুলেছেন শুধু ছক্কার (২৭টি) মাধ্যমে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই বছর তিনি দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ছক্কা মেরেছেন, সেটাও আবার বাকিদের চেয়ে প্রায় অর্ধেক ম্যাচ কম খেলে। সর্বোচ্চ ৩৮টি ছক্কা মারতে তানজিদ তামিমকে খেলতে হয়েছে ২৪ ইনিংস, ২৯ ছক্কা মারা পারভেজ ইমন ব্যাট করেছেন ২০ ইনিংস।
সাইফকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ানোর বিষয়টি জানিয়েছে ঢাকা ক্যাপিটালসের একটি সূত্র। গতকাল তারা সরাসরি চুক্তিতে নিয়েছিল তাসকিন আহমেদকে। বিপিএল কর্তৃপক্ষ সরাসরি সাইনিংয়ে তিনজনকে নেওয়ার নিয়ম বেধে দিয়েছে, ঢাকার সামনে আরও একটি সুযোগ।
এমআর/টিকে