জাতীয় দলের সতীর্থ দিয়াগো জোতার শেষকৃত্যে ক্রিস্তিয়ানো রোনালদোর অনুপস্থিতি নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। কেন সেখানে যাননি, এবার তা ব্যাখ্যা করলেন পর্তুগিজ মহাতারকা।
গত জুলাইয়ে স্পেনে সড়ক দুর্ঘটনায় নিহত হন লিভারপুল ফরোয়ার্ড জটা। ২৮ বছর বয়সী জটার সঙ্গে মারা যান তার দুই বছরের ছোট ভাই আন্দ্রে সিলভাও, যিনি নিজেও ছিলেন পেশাদার ফুটবলার।
পর্তুগালে তাদের শেষকৃত্যে জটার ক্লাব ও জাতীয় দলের কয়েকজন সতীর্থকে দেখা গেলেও, রোনালদো সেখানে ছিলেন না। এ নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েন আল নাস্র ফরোয়ার্ড।
পিয়ার্স মর্গ্যানের সঙ্গে সাক্ষাৎকারে ৪০ বছর বয়সী রোনালদো তুলে ধরলেন তার সেখানে না যাওয়ার পেছনের কারণ।
“দুটি কারণে (শেষকৃত্যে যাইনি)। প্রথমত, লোকে আমার অনেক সমালোচনা করে, সেসব নিয়ে আমি ভাবি না। যখন একজনের নৈতিক বোধ ঠিক ও স্বাধীন থাকে, তখন লোকে কী বলল তাতে কিছু যায়-আসে না। তবে একটি কাজ আমি করি না, আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি আর কোনো সমাধিস্থলে যাইনি।”
“আমি যেখানেই যাই, সেখানে লোকের ভিড় জমে যায়। আমি বাইরে যাই না কারণ, যদি যাই, সবার মনোযোগ আমার দিকে চলে আসে। এই ধরনের মনোযোগ আমি চাই না। কোনো সংবেদনশীল মুহূর্তে সাক্ষাৎকার নিতে চাওয়া, তার সম্পর্কে, ফুটবল সম্পর্কে কথা বলতে বলা আমি পছন্দ করি না। মানুষ সমালোচনা চালিয়ে যেতে পারে। আমার সিদ্ধান্ত আমার কাছে ঠিক।”
এমআর/টিকে