বিপিএল নিয়ে তোড়জোর শুরু হয়েছে আগে থেকেই। গেল বৃহস্পতিবার চূড়ান্তভাবে জানা গিয়েছিল বিপিএলের ৫ দলের নামও। এর মধ্যে নতুন দল সিলেটের পাশে যুক্ত হয়েছে টাইটান্স নামটি। ইতোমধ্যে দলটিতে কয়েকজন ক্রিকেটারকেও যুক্ত করে ফেলেছে তারা। সঙ্গে কোচিং স্টাফেও যোগ করেছে বেশ কয়েকজনকে।
যেখানে দলটির প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ সোহেল ইসলাম। এছাড়া ব্যাটিং কোচ ইমরুল কায়েস, পেস বোলিং কোচ সৈয়দ রাসেল। ফিল্ডিং কোচ হিসেবে থাকবেন কিমস্লে রব।
শুক্রবার দিবাগর রাতে দেশের একটি গণমাধ্যমকে দলটির একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে আগেই দুজন দেশি ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে যুক্ত করেছিল সিলেট। এর মধ্যে অলরাউন্ডার মিরাজকে দেওয়া হয়েছে অধিনায়কত্ব।
প্রসঙ্গত, গত বুধবার গুলশানের নাভানা টাওয়ারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা চূড়ান্ত করে বিসিবি। বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস পেয়েছে রংপুর রাইডার্সের মালিকানা। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। এছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।
আইকে/ টিএ