একটা ফ্রি-ফেয়ার নির্বাচন সময়ের দাবি: খৈয়ম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, ভালো একটা ফ্রি-ফেয়ার নির্বাচন বাংলাদেশে এই মুহূর্তে সময়ের দাবি।

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো নেই। তাই সবাইকে চোখ, কান খোলা রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হচ্ছে দেশ শান্ত হচ্ছে না। আমি আশা করছি, বিভিন্ন মহল যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র উপেক্ষা করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নির্বাচন না হলে বাংলাদেশের রাজনৈতিক নিয়ন্ত্রণ কারোর হাতে থাকবে না।

রাজবাড়ী পৌরসভার কমিউনিটি সেন্টারে শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বাংলাদেশে অনেক ষড়যন্ত্র চলছে। এই সংকটময় মুহূর্তে বাংলাদেশকে একটা সুন্দর ও কল্যানমুখী রাষ্ট্র করার জন্যে আমাদের নেতা তারেক রহমান কাজ করে যাচ্ছেন। আমাদের নমিনেশন দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংকট কিন্তু ঘোর। আমরা নমিনেশন পেয়ে আনন্দে আবেগে উদ্বেলিত। কিন্তু একটা অবাধ-সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত, একটা গণতান্ত্রিক সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজনীতির গুমট ভাব কাটবে না।

তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কখনোই চায় না বাংলাদেশ সুষ্ঠু, সুন্দর, গণতান্ত্রিক ধারায় চলুক, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বাংলাদেশে বিরাজ করুক। ১৯৪১ সালের পর থেকেই ভারতের একটা প্রবণতাই হচ্ছে, এই বাংলাদেশকে, এই ভূখণ্ডকে কিভাবে তার নিয়ন্ত্রণে রাখা যায়। আর এই নিয়ন্ত্রণে রাখতে গিয়ে ভারত আওয়ামী লীগকে বেছে নিয়েছে উত্তম বন্ধু হিসেবে। আপনারা দেখেছেন, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য ভারত এমন কোনো ঘৃণ্য কাজ নেই যা করেনি।

খৈয়ম বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশে তারেক রহমানের নের্তৃত্বে নতুন করে বাংলাদেশের গড়ে তোলার সম্ভবনা তৈরি হয়েছে। এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। যারা দূরে রয়েছেন তাদের উদ্দেশে বলছি, আর দূরে থাকা নয়। আসুন ঐক্যবদ্ধ হই। আসুন একসঙ্গে মিলেমিশে পথ চলি। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করি। ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের জন্য নির্বাচন করি।

তিনি বলেন, ৭ নভেম্বর একটি ঐতিহাসিক দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় যে বিপ্লব হয়েছিল, তা আমাদের অনুপ্রেরণার উৎস। জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সেই চেতনায় এগিয়ে যেতে হবে।

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক অ্যাড. কাজী আব্দুল বারী, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এ সবুর শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার পিয়া প্রমুখ বক্তব্য দেন।

এ সময় জেলা বিএনপি ও সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নতুন পোশাকে পুলিশকে দেখা যাবে ১৫ নভেম্বর থেকে Nov 09, 2025
img
অলিম্পিকের মঞ্চে যেতে জটিল হিসাবের সামনে বাংলাদেশ Nov 09, 2025
img
শেখ হাসিনা ও রেহানা পরিবারের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ২২ জন Nov 09, 2025
img
বাড়ল জেট ফুয়েলের দাম Nov 09, 2025
img
যমুনাসহ রাজধানীতে ১ লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা ছিল আ.লীগের Nov 09, 2025
img
আমজনতা দলের নিবন্ধন পুনর্মূল্যায়ন হোক : ইশরাক Nov 09, 2025
img
দেশে পেঁয়াজের কোনো সংকট নেই, যথেষ্ট মজুদ রয়েছে : বাণিজ্য উপদেষ্টা Nov 09, 2025
img
ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯৫ Nov 09, 2025
img
খালেদা জিয়ার আসনে লড়তে চাওয়া কে এই জোবায়ের? Nov 09, 2025
বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে সমঝোতার চেষ্টা পুলিশের, কিন্তু মানছেন না কেউ Nov 09, 2025
শাকিব খানের নতুন সিনেমায় চমক Nov 09, 2025
img
ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি: আরিফিন শুভ Nov 09, 2025
১৫ জন সেনা কর্মকর্তার মধ্যে ৭ জনের ওকালতনামা দাখিল Nov 09, 2025
img
আইন লঙ্ঘনের দায়ে সৌদিতে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার Nov 09, 2025
img
জাহানারার অভিযোগে ৪ কর্মকর্তাকে ওএসডি করল বিসিবি Nov 09, 2025
তাজিকিস্তান থেকে কেন সরে গেল নয়াদিল্লি? Nov 09, 2025
চানখারপুল হত্যা মামলা;১২ নভেম্বর সাক্ষ্য দেবেন তদন্তকারী কর্মকর্তা Nov 09, 2025
img
ফের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প Nov 09, 2025
img
‘১৩ নভেম্বর আ. লীগ মাঠে নামলে জনগণ প্রতিশোধ নেবে’ Nov 09, 2025
নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই: আসিফ নজরুল Nov 09, 2025